Select Page

আগামীকাল মুক্তি পাচ্ছে তিন ছবি

আগামীকাল মুক্তি পাচ্ছে তিন ছবি

521e568a53ceb-Untitled-17আগামীকাল ৩০ আগস্ট ঢাকাসহ সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে তিন ছবি। তিন ছবিতে রয়েছে একাধিক নতুন মুখ। তিনটি ছবিই রোমান্টিক ঘরানার। ছবিগুলো হলো ‘এর বেশি ভালোবাসা যায় না‘, ‘এক পায়ে নূপুর‘ ও ‘মন তোর জন্য পাগল‘। 

প্রায় ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’। কিবরিয়া ফিল্মসের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, নিঝুম, রুবিনা, সোহেল খান প্রমুখ

‘মন তোর জন্য পাগল’ ছবিটি পরিচালনা করেছেন হানিফ রেজা মিলন। এই ছবিতে অভিনয় করেছেন আরজু সানজানা। এটি সানজানার প্রথম ছবি। ছবিটির সংগীত পরিচালনা করেছেন ইরফান টিপু

গ্রামকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে – এই সংলাপকে প্রাধান্য দিয়ে বাবুল রেজা নির্মান করেছেন এক পায়ে নূপুর।  ছবিতে  অভিনয় করেছেন আন্না, আমান, সাজিদ, সংগ্রাম, উপমা, শেখ সানোয়ার, আমির সিরাজী, গুলশান আরা, মতি কামরুল ইসলাম প্রমুখ।


মন্তব্য করুন