Select Page

‘আজব কারখানা’য় রকস্টার পরমব্রত, চলছে শুটিং

‘আজব কারখানা’য় রকস্টার পরমব্রত, চলছে শুটিং

শবনম ফেরদৌসীর পরিচালনায় চলছে ২০১৬-২০১৭ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আজব কারখানা’র শুটিং। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান ও একজন রকস্টারের সংযোগের গল্পে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। ১৫ মার্চ থেকে নেত্রকোনার কেন্দুয়া, কুষ্টিয়া ও ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ চলছে।

চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তাকেই দেখা যাবে বাংলাদেশের একজন রকস্টারের চরিত্রে। এছাড়া অন্যতম দুটি চরিত্রে অভিনয় করছেন মডেল সাদিয়া শাবনাজ ইমি ও দোয়েল।

নির্মাতা শবনম ফেরদৌসী বলেন, “আসলে আমি আমার দেখার বাইরে, অভিজ্ঞতার বাইরে কিছু বলি না। ‘আজব কারখানা’ আমার একটা দেখা অভিজ্ঞতা। সে অভিজ্ঞতা থেকে আমি সবসময় একটা ব্যাপার অন্বেষণ করেছি, সেটা হলো, কে আসলে শিল্পী? প্রকৃত শিল্পের কথা আমরা বলি, সেটা আসলে কোনটা? সে অন্বেষণের গল্পই ‘আজব কারখানা’।”

তিনি আরও বলেন, “পরমব্রত বুঝতেই দেয় না যে ও একজন বড়মাপের অভিনেতা। নিজের চরিত্রের ব্যাপারে তার আন্তরিকতা ও নির্মাতার সঙ্গে বোঝাপড়ার বিষয়টি চমৎকার। দিনে দিনে ও যে আমার ‘রকস্টার’ হয়ে উঠছে এটাই আনন্দের বিষয়। চরিত্রটির সঙ্গে প্রতিনিয়ত দারুণভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে। আশা করি দর্শকের কাছেও তা ভালো লাগবে।”

চলচ্চিত্রটির প্রযোজক সামিয়া জামান বলেন, ‘ছবিটি আমার এ পর্যন্ত কাজগুলোর মধ্যে সবচাইতে চ্যালেঞ্জিং সন্দেহ নেই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকার বিভিন্ন লোকেশনে, সেটে- শুটিং প্রস্তুতি, ঝক্কি এবং সর্বোপরি টাকার ব্যবস্থা করতে হচ্ছে। তবে এখন পর্যন্ত যে কাজ হয়েছে, তাতে একটি শত্তিশালী ছবি হতে চলেছে বলে আস্থা হচ্ছে, এবং সেটিই আমাদের চালিকাশক্তি!’

নির্মাতা শবনম ফেরদৌসী জানান, চলচ্চিত্রটিতে দেশের প্রত্যন্ত অঞ্চলের লোকসংগীত শিল্পীরা নিজ নিজ চরিত্রে অভিনয় করছেন।


মন্তব্য করুন