Select Page

আজিজুল হাকিম-পূর্ণিমার ছাড়াও সেন্সর বোর্ডে আছেন যারা

আজিজুল হাকিম-পূর্ণিমার ছাড়াও সেন্সর বোর্ডে আছেন যারা

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠন করেছে সরকার। আজ রবিবার (১২ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। যেখানে চেয়ারম্যান হিসেবে থাকছেন তথ্য সচিব। এর বাইরে আরও ১৪ জন সদস্য রয়েছেন।

বর্তমানে কাজ করছেন এমন দুই অভিনয়শিল্পী আজিজুল হাকিম ও দিলারা হানিফ পূর্ণিমা এবারের সেন্সর বোর্ডে স্থান করে নিয়েছেন। এছাড়াও অভিনয়শিল্পী হিসেবে আছেন অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী ও সুজাতা আজিম। নির্মাতা হিসেবে বোর্ডে জায়গা পেয়েছেন কাজী হায়াৎ, জাহাঙ্গীর আলম এবং প্রযোজক হিসেবে এই নিয়ে পঞ্চমবার সদস্য হলেন খোরশেদ আলম খসরু।

নতুন কমিটিতেও বরাবরের মতো আছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (নুজহাত ইয়াসমিন) ও সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় থেকে ছয়জন প্রতিনিধিও থাকছেন সদস্য হিসেবে।

প্রসঙ্গত, সিনেমা থেকে প্রায় দূরে সরে গেছেন পূর্ণিমা। এখন পরিবার নিয়েই তার ব্যস্ততা। তবে মাঝে মধ্যে শোবিজ সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে। এর বাইরে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমার কাজ সেরে রেখেছেন। এছাড়া ঈদে মুক্তি পাওয়া ‘আহারে জীবন’ নেতিবাচক মন্তব্য পেয়েছে। সেন্সর সদস্য হওয়ার খবরটি জানার পর পূর্ণিমা নিজেও সারপ্রাইজড হয়েছেন। বিষয়টিকে তিনি তার ক্যারিয়ারের ‘বড় অর্জন’ বলে মনে করেন।

পূর্ণিমা বললেন, আজ যখন সেন্সর সদস্য হওয়ার চিঠি পেয়েছি কিছুটা অবাক হয়েছি। এতো বছরের ক্যারিয়ারে বড় প্রাপ্তি ও গর্বের! কারণ, আগে যখন সিনেমা সেন্সরে জমা হতো, তখন কিছুটা নার্ভাস লাগতো। জানার আগ্রহ থাকতো আমার সিনেমাটি আনকাট পাশ হয়েছে কিনা। এখন সেই সেন্সরের বোর্ডের সদস্য হয়ে আমি বিভিন্ন ধরনের সিনেমা উপভোগ করতে পারবো। এতে সম্মানিতবোধ করছি।

সেন্সর বোর্ডের সদস্য হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে পূর্ণিমা বলেন, ‘কখনো সেন্সর বোর্ডের সদস্য হতে পারবো এটা মনেই হয়নি। ওখানে যাওয়ার জন্য যথাযথ যোগ্যতা অর্জন করতে পেরেছি মনে করি না। তবুও আমাকে রাখা হয়েছে এবং সম্মান জানানো হয়েছে। আমি আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। এতো সম্মানজনক কমিটিতে আমাকে রাখার জন্য তথ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’


মন্তব্য করুন