Select Page

‘ক্যাসিনো’র ব্যর্থতা স্বীকার করে কারণ জানালেন নিরব

‘ক্যাসিনো’র ব্যর্থতা স্বীকার করে কারণ জানালেন নিরব

ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচ সিনেমার মধ্যে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সুপারহিটের মর্যাদা পেয়ে গেছে এরই মধ্যে। হিট না হলেও মাল্টিপ্লেক্সের পরিসরে অপ্রত্যাশিত সাড়া পেয়েছে ‘প্রহেলিকা’। তবে মুখ থুবড়ে পড়েছে ‘ক্যাসিনো’ ও ‘লাল শাড়ি’।

এর মধ্যে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ পুরোপুরি বাণিজ্যিক ধারার ও অন্যটি সরকারি অনুদানের।

‘ক্যাসিনো’র ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন এই ছবির নায়ক নিরব। কারণ হিসেবে হুট করে মুক্তির ঘোষণা, বেশ আগে নির্মাণ হলেও সম্পাদনার কিছু কাজ শেষ মুহূর্তে করা ও যথাযথ প্রচারের অভাবকে তুলে ধরেছেন তিনি।

ব্যর্থতার ‘বড় কারণ’ হিসেবে প্রথম আলোকে নিরব বলেন, ঈদের ছবি হিসেবে অন্যান্য ছবির সঙ্গে পুরোদমে শক্তি নিয়ে আসতে পারিনি আমরা। সব সময়ই ঈদের ছবির একটা প্রতিযোগিতা থাকে। এই ঈদে শাকিব খান, আফরান নিশোর ছবি মুক্তি পেয়েছে। শাকিব খানের ভক্ত বেশি থাকার কারণে তাঁর ছবির ওভাবে প্রচার-প্রচারণা লাগে না। কিন্তু আমাদের মতো শিল্পীদের তো প্রচার লাগে। ঈদের মাত্র ১০ দিন আগে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছিলাম এবং শেষ মুহূর্তে এসে ছবির কিছু পোস্টের কাজ বাকি ছিল। সেগুলো নিয়ে পরিচালকসহ আমি নিজেও দৌড়াদৌড়ি করেছি। এতেই সময় চলে গেছে। আরও আগে থেকে প্রস্তুত হয়ে যদি ছবিটি মুক্তি দেওয়া যেত, তাহলে আরও দর্শকের কাছে পৌঁছানো যেত। সিনেমাটি ঈদের অন্যান্য ছবির সঙ্গে আলোচনা তৈরি করতে পারত।

‘তিন বছর আগের ছবি হলেও আবহ সংগীতসহ কালার কারেকশনের কিছু কাজ বাকি ছিল’ জানিয়ে বলেন, সেগুলো একদম শেষে এসে করতে হয়েছে। কারণ, আমরা হুট করেই মুক্তির ঘোষণা দিয়েছিলাম। আরও আগেই যদি সিদ্ধান্ত নিতাম, ঈদুল আজহায় ছবিটি আসবে, তাহলে পোস্টের  কাজ আরও আগেই শেষ করে ফেলা যেত। ‘ক্যাসিনো’ মুক্তির বিষয়টি হয়ে গেছে, আগের রাতে পড়ে পরীক্ষার হলে যাওয়ার মতো।

প্রচারে না থাকা প্রসঙ্গে নিরব বলেন,শেষ মুহূর্তে মুক্তির সিদ্ধান্তের কারণে সঠিকভাবে প্রচারের শিডিউল করা সম্ভব হয়নি। ছবির নায়িকা বুবলীর আরেকটি ছবি ‘প্রহেলিকা’ এই ঈদে মুক্তি পেয়েছে। আগেই ওই ছবির জন্য বুবলীর সময় দেওয়া ছিল। সেভাবেই তিনি কাজ করেছেন। কিন্তু ‘ক্যাসিনো’র জন্য আগে থেকে আমরা তাঁর সময় নিইনি। ফলে এই ছবির জন্য তাঁকে সঠিকভাবে না পাওয়াটাই স্বাভাবিক। ছবির আরেক শিল্পী তাসকিন অস্ট্রেলিয়ায়। তা ছাড়া ছবির মুক্তির পরপরই জ্বরে আক্রান্ত হয়ে আমি ঘরবন্দী ছিলাম। সব মিলে ছবিটির সেভাবে কোনো প্রচারই করা হয়নি। আমার জন্য এটি দুর্ভাগ্য।

শুরু থেকেই ‘ক্যাসিনো’র খবরাখবর অনুসরণ করছে বিএমডিবি। কয়েক বছর আগে শাকিব খানের বাইরে শবনম বুবলির প্রথম সিনেমা হিসেবে ‘ক্যাসিনো’ বেশ আলোচনা তোলে। ছবির ফার্স্টলুক পোস্টারও ছিল আলোচনায়। এরপর দর্শক এক প্রকার সিনেমাটির কথা ভুলে যায়। গত ঈদুল আজহার অল্প আগে সিনেমাটির ট্রেলার মুক্তি পায়; কিন্তু মুক্তির তারিখ জানাতে যথেষ্ট দেরি করেন নির্মাতা। এমনকি যথাযথ প্রচার উপকরণও তারা মুক্তি দিতে পারেননি। সংবাদমাধ্যমগুলোতে দেখা যায়, এই ছবির প্রকাশের মতো কোনো খবর ছিল না। দু-একটি যা খবর প্রকাশ হয়, তাতে স্থিরচিত্রের বৈচিত্র্য ছিল না। যেন নামমাত্রভাবে ঈদের বাজারে শামিল হওয়া। এ সব কারণে স্মার্ট ট্রেলারের পরও আগ্রহ জাগাতে পারেনি। অন্য ছবির ডামাঢোলের মাঝে নির্মাতা অকারণ সিন্ডিকেটের অভিযোগ তোলেন, তবে সেই অভিযোগ ততটা হালে পানি পায়নি।

ঈদে ১৭টি হলে মুক্তি পাওয়া ‘ক্যাসিনো’ তৃতীয় সপ্তাহে এসে ৭টি প্রেক্ষাগৃহে


মন্তব্য করুন