Select Page

আজ অনুষ্ঠিত হবে ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড

আজ অনুষ্ঠিত হবে ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড

1.jpg_2203.1বাংলাদেশ ফিল্ম ক্লাব ও রাউন্ড দ্য ক্লকের যৌথ আয়োজনে আজ অনুষ্ঠিত হবে ‘ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড-২০১২’।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

গত বছর মুক্তিপ্রাপ্ত ব্যবসাসফল ও মানসম্পন্ন চলচ্চিত্র বিশ্লেষণ সাপেক্ষে বিভিন্ন শাখায় পুরস্কার দেওয়া হবে এখানে।ফিল্ম ক্লাবের সভাপতি শামসুল আলম জানান, আন্তর্জাতিক মানের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেশের প্রায় সব চলচ্চিত্র শিল্পী ও ব্যক্তিত্বের অংশ্রগ্রহণ থাকছে।

এই আয়োজনে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ইফাদ গ্রুপ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এনটিভি।

সুত্র: সমকাল


মন্তব্য করুন