Select Page

আজ থেকে ‘বিশ্বসুন্দরী’ ও ‘রূপসা নদীর বাঁকে’, দেখুন হল তালিকা

আজ থেকে ‘বিশ্বসুন্দরী’ ও ‘রূপসা নদীর বাঁকে’, দেখুন হল তালিকা

সরকারি অনুদান ও গণ-অর্থায়নে নির্মিত তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’ ও চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পাচ্ছে শুক্রবার। করোনার আবহে এই প্রথম একই দিন দুটি প্রথম সারির ছবি হলে যাচ্ছে।

‘রূপসা নদীর বাঁকে’ দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের তিন আউটলেট ও যমুনার ব্লকবাস্টার সিনেমাসে। এ ছাড়া শুক্রবার থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ছবিটি দেখা যাবে। দুপুর ৩টা, বিকেল সাড়ে ৫টা ও রাত ৮টার নিয়মিত প্রদর্শনীর পাশাপাশি বিজয় দিবসে সকাল ১১টায় থাকছে আরেকটি শো।

দুই ঘণ্টা সতেরো মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে ত্রিশের দশক হতে ১৯৭১ পর্যন্ত স্বদেশি আন্দোলন, তেভাগা আন্দোলন, ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলা কারাগারের খাপড়া ওয়ার্ডে ৭ জন বামপন্থীদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা ওঠে এসেছে। যা দেশপ্রেমিক, ভাগ্যতাড়িত চিরকুমার বামপন্থী নেতা- মানবরতন মুখোপাধ্যায়ের জীবনের পরিপ্রেক্ষিতে বর্ণিত হয়েছে। যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকারদের হাতে নিহত হন।

চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল। ‘রূপসা নদীর বাঁকে’র অভিনয়শিল্পীর তালিকায় আছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ ও ঝুনা চৌধুরী।

এ দিকে ‘বিশ্বসুন্দরী’ ছবিটি মুক্তি পাচ্ছে ২৫টি প্রেক্ষাগৃহে। ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), চিত্রামহল, আনন্দ, বিজিবি, সৈনিক ক্লাব, শ্যামলী সিনেপ্লেক্সে চলবে।

ঢাকার বাইরে চাঁদমহল (কাঁচপুর), সেনা অডিটোরিয়াম (সভার), চন্দ্রিমা (শ্রীপুর), বর্ষা (জয়দেবপুর), মনিহার (যশোর), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), সুগন্ধা (চট্টগ্রাম), লিবার্টি (খুলনা), সংগীতা (খুলনা), নন্দিতা (সিলেট), অভিরুচি (বরিশাল), সিলভার স্ক্রিণ (চট্টগ্রাম), মম ইন (বগুড়া), সিনেমাস্কোপ (নারায়ণগঞ্জ), স্কাই মুভি থিয়েটার (কক্সবাজার) সিনেমা হলগুলোতে চলবে।

চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। এতে প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন পরী মনি ও সিয়াম। আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ অনেকে।


মন্তব্য করুন