Select Page

আজ থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

আজ থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

10429418_669471853172887_8454185868453156867_n

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে ১৩তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ। উৎসবে প্রায় ৫০টি দেশের ৪০০ ছবি থেকে বাছাই করা দুই শতাধিক ছবি প্রদর্শন করা হবে। এবারও উৎসবের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তন, বেগম সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের মূল মিলনায়তন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তন।

উৎসবে প্রদর্শিত সকল ছবির তালিকা পাওয়া যাবে উৎসবের ওয়েবসাইটে

১৯৮৬ সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম প্রতিষ্ঠার পর ১৯৮৮ সাল থেকে নিয়মিতভাবে দুই বছর পরপর এ উৎসবের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশী চলচ্চিত্রের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্র নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়। সাম্প্রতিক বিশ্বের চলচ্চিত্র ভাবনার সঙ্গে দর্শকদের পরিচয় ঘটানো এ আয়োজনের মূল উদ্দেশ্য। এটি দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক আয়োজন হিসেবে সমাদৃত।


মন্তব্য করুন