Select Page

আজ ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩’

আজ ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩’

57938_e4নির্মাতা বাদল রহমানের মৃত্যুর তৃতীয় বার্ষিকীতে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজন করেছে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৩’ ।

এবারের বক্তৃতার বিষয় ‘তারেক মাসুদের ভাবনা : মাটির ময়না এবং রানওয়ে চলচ্চিত্রের বিশ্লেষণ’। স্মারক বক্তব্য রাখবেন চলচ্চিত্র গবেষক ও সহকারী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।

আরও যারা আলোচনা করবেন- চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, চলচ্চিত্র গবেষক ও লেখক ড. সাজেদুল আউয়াল, চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক ড. জাকির হোসেন রাজু এবং আলোকচিত্রশিল্পী মুনিরা মোরশেদ মুন্নি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়েত হোসেন মামুন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।

দুটি প্রামাণ্য চিত্র দিয়ে অনুষ্ঠান শুরু হবে।  বিকাল ৪টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে বাদল রহমানের জীবন নিয়ে বেলায়েত হোসেন মামুন এবং সাইফুল ইসলাম জার্নাল নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘পথিকৃৎ’।

স্মারক বক্তৃতার পর সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে তারেক মাসুদের ওপর প্রসূন রহমান নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ফেরা’।

সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন