Select Page

আটকে গেল ‘নাকাব’

আটকে গেল ‘নাকাব’

২১ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে শাকিব অভিনীত ‘নাকাব’। একই দিনে ঢালিউডেও মুক্তি দিতে চেয়েছিল এর পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। চলছিলো প্রচারণার ঢাকঢোল। মুক্তি উপলক্ষে ঢাকায় আসার কথা ছিল কলকাতার নায়িকা নুসরাতের। যদিও এখন সবই স্থগিত। কারণ, ছবিটি একই দিনে পশ্চিমবঙ্গে মুক্তি পেলেও আটকে গেল এই বঙ্গের প্ল্যান।

তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় ভারতীয় এ ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না এ সপ্তাহে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া।

প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, অনুমোদনের জন্য কাজ চলছে। আজ বা কালকের (১৯/২০ সেপ্টেম্বর) মধ্যেও এটি হতে পারে। দুদিনের মধ্যে অনুমোদন পেলেও ২১ তারিখ আসবে না ছবিটি। কারণ, তাড়াহুড়ো করা ঠিক হবে না। সেক্ষেত্রে চলতি মাসের শেষ সপ্তাহে এটি বাংলাদেশে মুক্তি পেতে পারে।

ভারতীয় এ ছবিটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে আসছে। তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি এলেই ছবিটি দেশের দর্শকরা দেখতে পারবেন। এর বিপরীতে কলকাতায় যাচ্ছে জাজ প্রযোজিত সিনেমা ‘পাষাণ’।

‘নাকাব’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। পরিচালনায় আছেন রাজীব বিশ্বাস। প্রযোজনা করেছে কলকাতার প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।


মন্তব্য করুন