Select Page

মহরত : সালমান শাহকে উৎসর্গ করে ‘গাঙচিল’

মহরত : সালমান শাহকে উৎসর্গ করে ‘গাঙচিল’

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে সিনেমা। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করবেন ফেরদৌস, পূর্ণিমা ও কলকাতার ঋতুপর্ণা। বুধবার অমর নায়ক সালমান শাহর জন্মদিনে মহরতে সিনেমার কলাকুশলী ও অতিথিরা স্মরণ করেছেন তাকে। সিনেমাটির প্রযোজক ও নায়ক নুজহাত ফিল্মের কর্ণধার ফেরদৌস সিনেমাটি নায়ক সালমান শাহকে উৎসর্গও করেন।

ফেরদৌস বলেন, ‘আমি যখন সিনেমায় আসি আমার পরিবার জানতে চেয়েছিল সিনেমায় আসার কারণ। আমি সালমান শাহকে দেখিয়ে বলেছিলাম তার মতো নায়ক হতে চাই। সালমান শাহ আমার ও আমাদের অনুপ্রেরণা। আমাদের অনেক কিছু দিয়ে গেছেন তিনি।’

পূর্ণিমা বলেন, ‘সালামান শাহ বেঁচে থাকলে তার সঙ্গে হয়তো আমারও সিনেমা করার সুযোগ হতো। তিনি নেই। আমার মনে আছে। এফডিসিতে শিশুশিল্পী হিসেবে শুটিং করছিলাম। আমার শুটিং সেটে এসেছিলেন সালমান শাহ। হাত নাড়াচ্ছিলেন আমাকে দেখে। এটুকুই অনেক বড় স্মৃতি এখন। অনেক বড় মাপের ও বড়মনের মানুষ ছিলেন তিনি।’

ঋতুপর্ণা বলেন, ‘সালমান শাহ সম্পর্কে গল্প শুনেছি, তাকে নিয়ে নিউজ পড়েছি। তাকে নিয়ে প্রচুর আলোচনা শুনেছি। আমার কাছে তখনই মনে হয়েছে রোমান্টিক নায়ক হিসেবে সালমান শাহ এক নিদর্শন।’

ওবায়দুল কাদের ছাড়াও ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে বুধবার দুপুরে আরো এসেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

নঈম ইমতিয়াজ নেয়ামূল শুরুতে নাটক নির্মাণ করেন। তার প্রথম ছবি ‘এক কাপ চা’। ‘গাঙচিল’ তাঁর দ্বিতীয় ছবি। বললেন, ‘আমার নতুন ছবির গল্প নোয়াখালীর একটি চর আর সেখানকার মানুষের জীবনের গল্প নিয়ে। উপন্যাসটি এরই মধ্যে যাঁরা পড়েছেন, তারা নিশ্চয়ই এ সম্পর্কে জানেন।’

ওবায়দুল কাদের বলেন,‘আমি লক্ষ্য করলাম এই উপমহাদেশে কোনো পলিটিশিয়ান উপন্যাস লেখেনি। ভাবলাম চেষ্টা করে দেখি, সেই দুঃসাহসটা আমি একটু দেখাই। ঝড়, জলচ্ছাস, প্রাকৃতিক দুর্যগের চিত্র প্রায়ই আমরা দেখি। সেখানে মানুষগুলো ভাসমান হয়ে যায়। সেসব নিয়ে জীবন ঘনিষ্ঠ একটি উপন্যাস আমি লিখতে চেয়েছি। দক্ষিণ অঞ্চলের গাঙচিল নামে একটা চরকে কেন্দ্র করে উপন্যাসটি লিখেছি।’

আরও বলেন,‘একবার জেলে ছিলাম। এটা শেষ করেছি জেল থেকে বের হয়ে কক্সবাজারে। একটু একটু করে লেখা আগাচ্ছিল। পরে সাতদিন একটানা সময় নিয়ে উপন্যাসটি শেষ করি। সময় এর প্রকাশক ফরিদও বারবার তাড়া দিচ্ছিল লেখাটি শেষ করার জন্য। আমি প্রথমে লজ্জা পেতাম। আমার উপন্যাস চলবে কি না ভাবতাম। পরে এটা প্রকাশ হয়। এবার সিনেমা হচ্ছে এটা নিয়ে।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আজ যে সিনেমার মহরত হচ্ছে, তাতে একটি দ্বীপের মানুষের সুখ-দুঃখ, হাসি-আনন্দের গল্প আছে। পরিচালক কীভাবে ফুটিয়ে তুলবেন, তা তিনিই বলতে পারবেন। তবে এটা বলতে পারি, যাঁর হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে, তিনি একজন দক্ষ ব্যক্তি।’

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘বড় পর্দা বিশাল ব্যাপার। আমদের বাংলা ছবির দর্শক হলো মা-মেয়েরা। তাঁরা একটা সময় ছবি দেখে চোখ মুছতে মুছতে বাড়ি ফিরতেন। এখন পরিবেশ না থাকায় প্রেক্ষাগৃহে তাঁরা যেতে পারেন না। শুধু মারদাঙ্গা গল্প হলে ছবি চলে না, একটা ছবিতে জীবনের গল্প থাকতে হবে। এই ছবির জন্য ওবায়দুল কাদেরকে ধন্যবাদ দিতে হয়, কারণ তিনি জীবনের গল্প নিয়ে এসেছেন।’

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘আমরা এখানে এসে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আরেকটা পরিচয় আবিষ্কার করেছি। তিনি একজন লেখকও বটে। আমাদের মধ্যে অনেক রাজনীতিবিদ আছেন, যাঁদের মধ্যে সুপ্ত প্রতিভা আছে। সংস্কৃতিকর্মী পরিচয়টি কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়।’

গত আগস্টের শেষ দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় নায়ক-নায়িকার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।

নেয়ামূল জানান, আগামী অক্টোবরে ঢাকায় পাঁচ দিন ছবিটির শুটিং হবে। আর মাসের শেষ দিকে নোয়াখালীতে ছবির টানা শুটিং হবে।

 


মন্তব্য করুন