Select Page

আন্তর্জাতিক বাজারে ‘পিঁপড়াবিদ্যা’

আন্তর্জাতিক বাজারে ‘পিঁপড়াবিদ্যা’

image_1503_362735.gifমোস্তফা সরয়ার ফারুকী আবারো চলচ্চিত্র নির্মানে আন্তর্জাতিক সহযোগিতা চলেন। তার নির্মাণাধীন চলচ্চিত্র ‘পিঁপড়াবিদ্যা’ শীর্ষস্থানীয় কো-প্রডাকশন মার্কেট এশিয়া প্রজেক্ট মার্কেটের জন্য নির্বাচিত হয়েছে। গতকাল ভ্যারাইটি ও হলিউড রিপোর্টার পত্রিকা খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।

পত্রিকাটি থেকে জানা গেছে, এ বছর এশিয়ান প্রজেক্ট মার্কেটে ‘পিঁপড়াবিদ্যা’সহ ৩০টি ছবি নির্বাচিত হয়েছে। এ তালিকায় আরও আছে মহসিন মাখমলবাফের ইংরেজি ভাষায় নির্মিত প্রথম ছবি ‘দ্য প্রেসিডেন্ট’। এ ছাড়া এশিয়ার শীর্ষ পরিচালকদের মধ্যে রয়েছেন এ বছর কান উৎসবে জুরির দায়িত্ব পালনকারী জাপানি পরিচালক নাওমি কাওয়াসে, ইন্দোনেশিয়ার গারিন নুগরোহ ও এডউইন, দক্ষিণ কোরিয়ার কিম জি উন এবং এ বছর সানডেন্স উৎসব জয়ী ও’মুয়েল।

চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অভিনয়ে আছেন শিনা চৌহান, নূর ইমরান, মুকিত জাকারিয়া, সাব্বির লিখন, মোহিনী মৌ প্রমুখ।

সুত্র: সমকাল


মন্তব্য করুন