Select Page

আন্ধার/ ভুতের সিনেমায় ফিরছে রাফী-সিয়াম জুটি

আন্ধার/ ভুতের সিনেমায় ফিরছে রাফী-সিয়াম জুটি

‘আন্ধার’ নামের সিনেমা পরিচালনা করবেন রায়হান রাফী। এতে ফের মূল চরিত্রে নিজের প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ তারকার সঙ্গে জুটি বাধছেন তিনি।

ভৌতিক ঘরানার এ সিনেমায় রয়েছে প্রেক্ষাপটে রয়েছে মজার একটি গল্প। ভূতপ্রেমিক দুই বন্ধু অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী। দেশের বিভিন্ন জায়গায় পুরোনো বাড়ি, শ্মশানঘাট, বটগাছতলা—যেসব জায়গা নিয়ে নানা ধরনের ভৌতিক গল্প চালু আছে, সেসব জায়গায় চষে বেড়িয়েছেন। এ সময় দুজনের কাছে জমা হয় ভূতের অনেক গল্প। বন্ধু জিবরানকে যুক্ত করে তিনজন মিলে শুরু করেন রেডিও শো ‘ভৌতিস্ট’। তখন তাঁদের পরিকল্পনায় আরও ছিল, ভূত নিয়ে টিভি সিরিজ ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তবে জীবন ব্যস্ততায় ও সুমনের অসুস্থতায় তা সম্ভব হয়নি। এবার ইচ্ছা পূরণ করছেন দুই বন্ধু। শাকিব ও সুমনের গল্পে তৈরি হচ্ছে ভৌতিক সিনেমা ‘আন্ধার’।

সুমন ও শাকিবের সঙ্গে ‘আন্ধার’ সিনেমার গল্প লিখেছেন আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। শাকিব চৌধুরী প্রথম আলোকে জানান, প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই শুরু হবে শুটিং। আগামী সপ্তাহে ছবিটির বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। তখন অভিনয়শিল্পী থেকে অন্যান্য বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

শাকিব চৌধুরী বলেন, ‘ভূতপ্রেম থেকেই ভৌতিস্ট শুরু করেছিলাম। কিন্তু জীবনের ব্যস্ততায় এটা আর বেশি দিন কনটিনিউ করা হয়নি। তখনই আমাদের পরিকল্পনায় আরও কিছু বিষয় ছিল, এর একটি এই সিনেমা। গল্পটা অনেক আগেই লিখেছিলাম, সুমন (সাইদুস সালেহীন) ভাইও জানতেন। আদনান আদিবের সঙ্গে গল্পটা শেয়ার করি, এরপর দুজন মিলে লেখা শুরু করি। সবশেষ সুমন ভাইয়ের পরামর্শ নিয়ে এটা সম্পূর্ণ করি।’

‘আন্ধার’ প্রযোজনার মাধ্যমে কার্যক্রম শুরু করছে প্রযোজনা প্রতিষ্ঠান ২২১ বি। এর সঙ্গে যুক্ত আছেন সারাহ আলী খান, শাকিব চৌধুরী ও আদনান আদিব। এ সিনেমা ছাড়াও বেশ কিছু প্রযোজনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। খবর প্রথম আলো


Leave a reply