Select Page

আপত্তিতে কান দিলেন না শাবনূর, আরো এক সিনেমার ঘোষণা

আপত্তিতে কান দিলেন না শাবনূর, আরো এক সিনেমার ঘোষণা

গত বছরের শেষ দিকে চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ ও আরাফাত হোসাইন পরিচালিত ‘রঙ্গনা’র ঘোষণা দিয়ে আলোচনায় আসেন শাবনূর। পরে ‘রঙ্গনা’র ফার্স্টলুক পোস্টারের বেহাল দশা দেখে ভক্ত-অনুরাগী চরম বিরক্ত হন। অন্যান্য ঠাট্টা-তামাশায় মাতেন। এমনকি পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক সিনেমাটি নিয়ে আপত্তি করেন। মানিক ‘দুই নয়নের আলো’ সিনেমার মাধ্যমে শাবনূর একমাত্র জাতীয় পুরস্কারটি পেয়েছেন।

কিন্তু এবার ঘটনা করে হয়ে গেল ‘রঙ্গনা’র মহরত। সঙ্গে জানা গেল, শাবনূরের আরো এক সিনেমার নাম ‘এখনো ভালোবাসি’। এটিও পরিচালক আরাফাত হোসাইন।

রাজধানীর ঢাকা ক্লাবে গত শনিবার সন্ধ্যায় এম এস ফিল্মসের ব্যানারে নির্মিতব্য ‘রঙ্গনা’র মহরত অনুষ্ঠিত হয়েছে। এ সময়ই শাবনূরকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠান এবং একই নির্মাতার পক্ষ থেকে আরো একটি নতুন ছবির ঘোষণা দেওয়া হয়। ‘রঙ্গনা’ ছবিটি প্রযোজনা করছেন মৌসুমী আক্তার।

দীর্ঘ বিরতি পেরিয়ে আপন ভুবনে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, ‘রঙ্গনা’ সিনেমার জন্যই দেশে এসেছি। এই সিনেমার গল্প ও গান আমাকে টেনে এনেছে। সিনেমাটিতে আমাকে ভিন্ন ঘরানার একটি চরিত্রে দেখা যাবে। আপাতত গল্প বলা যাবে না। তবে সময় উপযোগী গল্প। ১০ বছর আগে আমাদের সিনেমার এক ধরনের দর্শক ছিলেন, এখন আরেক ধরনের দর্শক। সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গল্পটি তৈরি হয়েছে। এখনকার দর্শক এ ধরনের গল্পই পছন্দ করে। পরিচালক সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করছেন। ক্যামেরার সামনে আসতে আর বেশি দিন লাগবে না। শিগগিরই কাজটি শেষ করব। এখন ‘রঙ্গনা’র জন্য প্রস্তুতি নিচ্ছি।

কথায় কথায় শাবনূর আরো বলেন, ‘অনেকে আমাকে বলেছেন—তুমি এত দিন পর এসে কী করবে? সিনেমাটি ঘিরে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। শুরুতেই আরাফাতকে বলেছি, কর্ম করলে কেষ্ট মেলে। ভালো কিছু করতে গেলে ঘাত-প্রতিঘাত থাকবেই। এ নিয়ে চলতে হয়। মনোযোগ দিয়ে কাজটি করে নিজেকে প্রমাণ দিতে হবে।’

নতুন নির্মাতাদের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘নতুনদের সঙ্গে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। এখনকার নতুন নির্মাতারা অনেক ভালো করছেন। রঙ্গনার গানটা শুনেই বলেছি, এখনই শুটিং শুরু করলে ভালো হতো। কাজে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। গল্প নিয়ে এখন কিছু বলতে চাই না, তবে পর্দায় চমক দেখাব।’

এদিন পরিচালক আরাফাত বলেন, ‘রঙ্গনা সিনেমাটি আমার সন্তানের মতো। সিনেমাটি দেশ, দশ এবং মানুষের হৃদয়ের রক্তক্ষরণের কথা বলবে। এ সিনেমা আপনাদের হতাশ করবে না ইনশা আল্লাহ। তিনি আরও বলেন, কিছু লোক বাংলাদেশের সিনেমাপ্রেমী ও আমার প্রযোজককে নানারকম মিথ্যাচারে কনফিউজড করে তুলেছে। তাদের এসব আচরণ আমাকে দিন দিন আরও সাহসী করে তুলছে।’

‘রঙ্গনা’র প্রযোজক মৌসুমী আক্তার মিথিলা বলেন, আমার বিশ্বাস রঙ্গনা বাংলা সিনেমার দৃষ্টান্ত হয়ে থাকবে। একজন নারী যখন সমাজের অসংগতি নিয়ে কথা বলেন, তখন তার ওপর নানা বাধা আসে। এ সিনেমার মাধ্যমে সেই জিনিস দেখা যাবে।

প্রযোজক আরও জানান, বাংলাদেশ ও ভারতে সিনেমার শুটিং হবে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, বড়দা মিঠু, গোলাম কিবরিয়া তানভীরসহ অনেকেই।


মন্তব্য করুন