Select Page

আপিল কমিটির কাছে ‘শনিবার বিকেল’

আপিল কমিটির কাছে ‘শনিবার বিকেল’

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ এবার দেখবে সাত সদস্য বিশিষ্ট সেন্সর আপিল কমিটি। ৪ এপ্রিল বেলা ২টায় চলচ্চিত্র সেন্সর বোর্ডে হবে বিশেষ এই প্রদর্শনী।

এ বিষয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নিজামুল কবীর সারাবাংলা ডটনেটকে বলেন, ‘আপিল কমিটির চেয়ারম্যান কেবিনেট সচিব। ছবিটি নিয়ে তার সঙ্গে সভার পর ৪ এপ্রিল প্রদর্শনীর সময় ঠিক করা হয়েছে।’

সব ঠিক থাকলে নির্ধারিত দিনেই আপিল কমিটির সামনে ছবিটির প্রদর্শনী হবে। তারপর ছবিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

কমিটির সদস্যরা হলেন অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা, মন্ত্রী পরিষদ সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি সালাউদ্দিন বাদল, অভিনেত্রী লাকী ইনাম, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নিজামুল কবীর।

জানুয়ারিতে ‘শনিবার বিকেল’ জমা পড়ে সেন্সর বোর্ডে। ছবিটি দেখার পর সেন্সর বোর্ড অনাপত্তি জানালেও পরে সিদ্ধান্ত পাল্টায়। বলা হয়,. বর্তমান প্রেক্ষাপটে সিনেমা হলে ছবিটি প্রর্দশন করা সমীচীন হবে না।

এই সিদ্ধান্তের পর ‘শনিবার বিকেল’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ১৮ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রনালয়ে আপিল করে।

‘শনিবার বিকেল’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি। তিনি আরবি ছবি ‘ওমর’-এর জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন। তার সঙ্গে বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আজম শাওন, কলকাতার পরমব্রতসহ অনেকেই অভিনয় করেছেন।

বাংলাদেশ-ভারত-জার্মান এই তিন দেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’ ছবিটি। যেখানে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও কলকাতার শ্যাম সুন্দর দে রয়েছেন প্রযোজক হিসেবে।


মন্তব্য করুন