Select Page

আফরান নিশো/ থাক না, ভালো কাজ করতে সময় নেওয়াটা ভালো

আফরান নিশো/ থাক না, ভালো কাজ করতে সময় নেওয়াটা ভালো

সিনেমার কাহিনি ও নারীর উপস্থাপন নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু গত বছর ঈদুল আজহায় মুক্তি পাওয়া সেই অভিষেক চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’ দিয়ে দারুণ প্রশংসিত হন আফরান নিশো। সিনেমাও ছিল বাণিজ্য সফল। এরপর কয়েকটি নতুন সিনেমায় নিশোর অভিনয়ের কথা শোনা গেলেও বাস্তবে তার প্রতিফলন পাওয়া যায়নি।

ওই সময় গুঞ্জন ওঠে যে রায়হান রাফীর পরপর দুটি ছবিতে দেখা যাবে নিশোকে। একটি টিমএম ফিল্মসের, আরেকটি লাইভ টেকনোলজিসের। মুক্তি পাবে পরের দুই ঈদে। কিন্তু এ দীর্ঘ সময়ের সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াননি। এমনকি ওটিটিতে দেখা মিলেছে হাতেগোনা দু-একবার।

‘সুড়ঙ্গ’-এর পরের ঘোষিত দুটি সিনেমা নিয়ে নিশোর বক্তব্য, ‘সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠানের কিছু ঝামেলার কারণে ওই সময় আর ঘোষণা আসেনি। থাক না, ভালো কাজ করতে সময় নেওয়াটা ভালো। আমি মনে করি, সিনেমায় নতুনদের জন্য পরপর তিনটি ছবি বিরতি রেখে করা ভালো। আমি সেভাবেই করতে চাই।’

এ প্রসঙ্গে নিশো আরও বলেন, ‘যারা নতুন আসেন, প্রথম দিকে পরিচালক দেখে, প্রযোজনা প্রতিষ্ঠান দেখে, পরপর তিনটি ভালো সিনেমা করা উচিত তাদের। সেই কাজই আমি করতে চাই। এখন সিনেমাই আমার প্রথম পছন্দ। সুতরাং সময় বেশি লাগুক, ভালো কাজ দিতে হবে দর্শকদের।’

ভক্ত-অনুরাগীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘ভক্ত-দর্শকের মন খারাপের কিছু নেই। বিরতি বেশি হলেও ভালো কাজ যখন উপহার দেব, দেখবেন ভক্তদের মন খারাপ, রাগ, অভিমান সব চলে গেছে। কেননা আমি নাটকও কিন্তু দীর্ঘ সময় নিয়ে করেছি। ক্যারিয়ার গড়েছি। সুতরাং সময় নিয়ে হলেও সিনেমায়ও আমাকে ভালো করতে হবে, এটাই আমার ধ্যানজ্ঞান।’

নিশো আশা করছেন, এক মাসের মধ্যেই সিনেমার ঘোষণা আসতে পারে। তবে টিএম ফিল্মস বা লাইভ টেকনোলজি থেকে সেই ঘোষণা আসবে না। এ ‘দুই প্রযোজনা প্রতিষ্ঠানের দুটি সিনেমা আগামী বছরের ঈদের জন্য তৈরি হবে’ বলেও জানান তিনি। খবর প্রথম আলো


মন্তব্য করুন