Select Page

আবারও গোয়েন্দা চরিত্রে অনন্ত

আবারও গোয়েন্দা চরিত্রে অনন্ত

ononto_jolil

প্রথম চলচ্চিত্র ‌‘খোঁজ- দ্য সার্চ’ এ অনন্তকে গোয়েন্দা দেখা গিয়েছিল। ওই সিনেমার শেষে ‘টু বি কন্ট্রিনিউড’ থাকলেও তাকে একই চরিত্রে আর দেখা যায়নি। এবার তিনি আবারও গোয়েন্দা চরিত্রে আসছেন। তবে একদম নতুন চরিত্রে। চলচ্চিত্রটির নাম ‌‘দ্য স্পাই’।

বরাবরের মতোই গোয়েন্দাভিত্তিক গল্পের এ ছবিটি প্রযোজনা পরিচালনা করবেন অনন্ত জলিল নিজেই। তার নিজস্ব প্রযোজনা সংস্থার মনসুন ফিল্মসের ব্যানারে নির্মিত হবে চলচ্চিত্রটি। নায়িকা হিসেবে থাকছেন বর্ষা।

‘দ্য স্পাই’ চলচ্চিত্রে অনন্তকে দেখা যাবে দেশের জন্য নিবেদিতপ্রাণ এক গোয়েন্দার চরিত্রে, যিনি দেশের স্বার্থ একটি আন্তর্জাতিক কুচক্রী মহলের হাত থেকে রক্ষার দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দেবেন। ‘দ্য স্পাই’ চলচ্চিত্রে কিছু মেসেজও থাকবে।

cc033894b6a6afe33df011bccff001ae

‘দ্য স্পাই’ এরপর অনন্ত ‘সৈনিক’ নামে আরেকটি ছবির কাজ শুরু করবেন। বাংলাদেশ সেনাবাহিনীর দেশে এবং ইউএন মিশনে সফলতাগুলো নিয়ে নির্মাণ হবে সৈনিক ছবিটি।


মন্তব্য করুন