Select Page

আবারও ‘টেলিভিশন’ সাফল্য

আবারও ‘টেলিভিশন’ সাফল্য
6_23009সাফল্যের যাত্রা অব্যাহত রেখেছে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘টেলিভিশন’। এটি এবার পুরস্কৃত হয়েছে ইতালির রোমে। ১২ থেকে ২০ অক্টোবর ইতালির রোমে অনুষ্ঠিত হলো ‘আসিয়াতিকা ফিল্মে দিয়ালে ২০১৩’। উৎসবে বিচারকদের রায়ে ‘টেলিভিশন’ সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।
বড় প্রাপ্তি হলো দর্শকদের ভোটেও সেরা ছবি হিসেবে বিবেচিত হয়েছে ‘টেলিভিশন‘। আর বিষয়টি নিয়ে বেশ খুশি ফারুকী।
অস্কার বিজয়ী নির্মাতা আসগার ফাহাদির দীর্ঘদিনের সহযোগী এবং ‘অ্যা সেপারেশন’ ছবির অভিনেতা পেম্যান মোদি পরিচালিত প্রথম ছবি ‘স্নো অন পাইনস’ও পুরস্কৃত হয় উৎসবে। তার ছবিটি ‘নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা’ [নেটপ্যাক] নির্বাচিত হয়েছে।
উৎসবে জুরিবোর্ডের প্রধান ছিলেন ইতালির বরেণ্য সিনেমাটোগ্রাফার লুসিয়ানো তিভোলি। উৎসবের ১২টি ছবি প্রদর্শিত হয়।


মন্তব্য করুন