Select Page

আবারও নজরুল সাহিত্যে

আবারও নজরুল সাহিত্যে

59244_e4ইতিপূর্বে নজরুল সাহিত্য নিয়ে দুটি চলচ্চিত্র নির্মিত হয়েছে বাংলাদেশে। মেহেরনেগার  ও রাক্ষুসী। দুটোতেই অভিনয় করেছেন ফেরদৌস। তৃতীয় চলচ্চিত্রটিতেও কাজ করতে যাচ্ছেন তিনি।

ব্যানারও বরাবরের মতো ইমপ্রেস টেলিফিল্ম।

ছবির নাম প্রিয়া তুমি সুখি হও’।

গীতালী হাসান পরিচালিত এ ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করবেন চ্যানেল আই সেরা নাচিয়ে সাবিলা সাবি। এছাড়া
অন্য দুটি প্রধান চরিত্রে অভিনয় করবেন সোহেল রানা ও সুচরিতা।

জাতীয় কবির আলোচিত সৃষ্টি ‘অতৃপ্ত কামনা’ অবলম্বনে নির্মিত হবে ‘প্রিয়া তুমি সুখি হও’।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন