Select Page

আবারও শাকিব-অপু

আবারও শাকিব-অপু

60836_e4শাকিব খান অপু বিশ্বাস গেল ৭ বছরের সর্বাধিক আলোচিত জুটি।  বিশ্বব্যাপী তুলনা করলেও জুটি হিসেবে অল্প সময়ে বেশি ছবি মুক্তিতে তারা এগিয়ে থাকবেন।

শাকিব খান শুধু অপু বিশ্বাস ছাড়াও তার সময়ের আলোচিত সব নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। অন্যদিকে অপু বিশ্বাসও প্রায় সব প্রধান নায়কের সঙ্গেও ছবিতে অভিনয় করেছেন।

সাফল্যের দিক থেকে এই জুটিরই পাল্লা ভারি হলেও অনেকটা সময় শাকিব অন্য নায়িকাদের দিকে মনোযোগ দিয়েছেন। সেই দীর্ঘ বিরতির পর শাকিব খান তার ক্যরিয়ারের সর্বাধিক ছবির নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে একটি ছবিতে অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। নতুন এ ছবির নাম ‘মনের মতো মানুষ পাইলাম না’। ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। এফডিসিতে শনিবার মহরত অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছবির শুটিং শুরু হয়েছে।

নিয়মিত অভিনয়ে তাদের কেমিস্ট্রিটা  ভাল হয়ে যায় জানিয়ে শাকিব বলেন,  অপুর মধ্যে আলাদা একটা ফিল পাই আমি সর্বদা।

এদিকে শাকিব খান ও অপু বিশ্বাস জুটির আসছে ঈদে ছবি মুক্তি পাচ্ছে ‘মাই নেম ইজ খান’। অনন এন্টারটেইনমেন্টের ব্যনারে ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। ছবিটি প্রায় শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে বলে জানা যায়। এছাড়াও শাকিব খান ও অপু বিশ্বাস জুটির ছবি মুক্তির অপেক্ষায় আছে এফ আই মানিকের পরিচালনায় ‘দুই পৃথিবী’ ও রকিবুল  আলম রাকিবের পরিচালনায় একটি ছবি।

সুত্র: মানবজমিন


Leave a reply