Select Page

আবারও শুরু হচ্ছে ‘না মানুষ’-র কাজ

আবারও শুরু হচ্ছে ‘না মানুষ’-র কাজ

image_1476_357841.gifশহীদুল জহিরের গল্প অবলম্বনে নাট্যনির্মাতা অনিমেষ আইচ বানাচ্ছেন চলচ্চিত্র ‘না মানুষ’। কিন্তু বছরখানেক প্রযোজক-সংক্রান্ত জটিলতার কারণে এর দৃশ্যধারণ বন্ধ ছিল।।

দর্শকদের জন্য খুশির খবর হলো ছবিটির কাজ আবার শুরু হতে যাচ্ছে। এমনই জানিয়েছেন ছবিটির অভিনেত্রী মৌসুমী হামিদ।

তিনি একটি সংবাদমাধ্যমকে জানান, ঈদের আগেই এর কিছু অংশের কাজ শেষ হবে।

পরিচালকের আশা করছেন, ছবিটি দ্রুত শেষ করে এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতে মুক্তি দেওয়া হবে।

সুত্র: সমকাল


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares