Select Page

আবারো অপু-বুবলি দ্বন্দ্ব!

আবারো অপু-বুবলি দ্বন্দ্ব!

শাকিব খানের অনেক হিট সিনেমার নায়িকা ও স্ত্রী অপু বিশ্বাস, অন্যদিকে শবনম বুবলি হলেন চার সিনেমার নায়িকা। তাদের মধ্যে দ্বন্দ্ব নতুন কোনো বিষয় নয়। যদিও অনেক জল ঘোলা হওয়ার পর অপু বলেছিলেন, বুবলি তার কাছের মানুষ। আসলেই কি তাই! দুজনের সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাস বলছে অন্য কথা।

রোববার বিকেলে বুবলি ফেসবুকে লেখেন, ‍“শাকিব খান’ বাংলা চলচ্চিত্রে একটি ইতিহাস। উনি ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। কোন অপশক্তি, ষড়যন্ত্র, চক্রান্ত তাকে দমাতে পারবে না।

যখনই তিনি জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলা চলচ্চিত্রকে নিয়ে যাচ্ছে তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছে যার প্রমাণ এর মধ্যে পাচ্ছে সবাই ।

কিন্তু আমরা শিল্পীরা, সহকর্মীরা, দর্শকরা, ভক্তরা তাকে আজীবন সাপোর্ট দিয়ে যাবো। আমরা আমাদের নিজেদের চলচ্চিত্রের উন্নয়নের সার্থেই কাজ করতে চাচ্ছি। তাই আমাদের নিজেদের শিল্পীদের সম্মান করুন, পাশে থাকুন।”

যে সময় শাকিব সমঝোতার জন্য এফডিসিতে, তখন বুবলির এমন স্ট্যাটাসে অবাক হয়েছেন অনেকে। ধারণা করা হচ্ছে অপুও তা সহ্য করতে পারছেন না।

তিনি লেখেন, ‘কাছের মানুষকে পাশে থেকে সাহস দিতে হয়, লোক দেখিয়ে নয়। কিন্তু দূরের মানুষ গুলো দু-চারটা সস্তা স্ট্যাটাস দিয়ে নিজেকে কাছের মানুষ হিসাবে দেখানোর ব্যর্থ চেষ্টা করে যায়।

একটু চোখ মেলে তাঁকালে দেখা যায় রাস্তার পাশে কিছু অসাধু মানুষ কোম্পানীর প্রচারের স্বার্থে তিনশত টাকার প্রডাক্ট ১০০ টাকায় বিক্রি করে। সেই সব চটকদার বিজ্ঞাপন দেখে অনেকেই প্রভাবিত হয়। কিন্তু দুইদিন পর বুঝা যায় তারা কতটা ঠকেছে।

সেই সব মানুষগুলোও এমন। সুযোগ বুঝে নিজেদের প্রচারণাটা সারিয়ে নেওয়ার ধান্ধায় থাকে তারা।’


মন্তব্য করুন