Select Page

আবার চাঁদপুর, শুরু হচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’

আবার চাঁদপুর, শুরু হচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’

গিয়াস উদ্দিন সেলিমের তৃতীয় ছবি ‘পাপ-পুণ্য’র শুটিং সোমবার শুরু হচ্ছে। এরই মধ্যে পুরো ইউনিট পৌঁছে গেছে চাঁদপুরে।সেলিমের এর আগের ছবির শুটিংও হয় চাঁদপুরে।

যেখানে যুক্ত হয়েছেন ছবির প্রধান তিন চরিত্র আফসানা মিমি, চঞ্চল চৌধুরী ও সিয়াম আহমেদ। সঙ্গে রয়েছে রিয়্যালিটি শো থেকে উঠে আসা এক নবাগতা। যাকে দেখা হবে সিয়ামের বিপরীতে।

চলচ্চিত্রটিতে অন্যান্য চরিত্রে  অভিনয় করছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি প্রমুখ।

‘পাপ-পূণ্য’ প্রসঙ্গে নির্মাতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগে যে দুটি ছবি বানিয়েছি, এ ছবিটির কনসেপ্ট তার থেকে আলাদা। মানুষের মৌলিক তাড়না নিয়েই চলচ্চিত্রটির কাহিনি। বাকিটা নির্ভর করছে শুটিংয়ের ওপর।’

২০০৯ সালে মুক্তি পায় গিয়াস উদ্দিন সেলিমের প্রথম ছবি ‘মনপুরা’। মুক্তির পর ছবিটি সারা দেশে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে। টানা অনেক দিন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হয়। মধ্যে লম্বা বিরতির পর গত বছর এপ্রিলে মুক্তি পায় তাঁর দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’। প্রথমটির মতো বাণিজ্যিক সাফল্য না পেলেও ছবিটি দর্শকের কাছে সমাদৃত হয়। এদিকে মুক্তিযুদ্ধে নৌ–অভিযানের ঘটনা নিয়ে গিয়াস উদ্দিন সেলিমের ছবি তৈরির কথা শোনা গেলেও তার কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি।


মন্তব্য করুন