Select Page

‘আমার দিন শেষ হয়নি, মাত্র শুরু’, শাকিব খানের বক্তব্য ঘিরে প্রশংসা

‘আমার দিন শেষ হয়নি, মাত্র শুরু’, শাকিব খানের বক্তব্য ঘিরে প্রশংসা

প্রিয়তমা, তুফান ও বরবাদ— তিন বছরে তিন-তিনটি সুপারহিটে সিনেমা। দরদ ও অন্তরাত্মাকে ছন্দ পতন বলা গেলেও ‘রাজকুমার’ সফল না হলেও অভিনয় দিয়ে প্রশংসা পেয়েছেন শাকিব খান। ঈদুল আজহায় মুক্তি প্রতিক্ষীত ‘তাণ্ডব’ নিয়ে শুরু হয়েছে ভক্তদের উন্মাদনা। এর মধ্যে পুরস্কারের মঞ্চে করা আশাবাদী বক্তব্য ঘিরে প্রশংসায় ভাসছেন এ নায়ক।

আগামী ২৮ মে ফিল্ম ক্যারিয়ারের ২৬ বছরে পা রাখতে যাচ্ছেন। সম্প্রতি ২৫ বছর বা রজতজয়ন্তী উপলক্ষে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে তাকে বিশেষ সম্মাননা দিয়েছে। একই আসরে ‘তুফান’ সিনেমার জন্য দর্শক জরিপে ২০২৪ সালের সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন।

গত ২৩ মে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে শাকিব খানকে এ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। বিশেষ সম্মাননা স্মারকটি তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান।

পুরস্কার হাতে নিয়ে শাকিব খান কথা বলেন, একটা সময় তার আপন মানুষের কাছেই শুনতে হয়েছে কটাক্ষ। শেয়ার করলেন নিজেকে নতুন করে গড়ে তোলার গল্প।

শাকিব বলেন, একসময় যখন হতাশ হয়ে যেতাম, ভাবতাম সত্যি হয়তো বা আমাকে দিয়ে আর কিছুই হবে না। আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে, কিছুদিন আগে কিছু ডিজাস্টারের কারণে আমেরিকা থেকে যখন এসেছি, নিজের আপন মানুষকেই বলতে শুনেছি, তোমার দিন শেষ শাকিব। তুমি ডেড হর্স!

আরো বলেন, নিজের চেনা মুখগুলোকেই পালটে যেতে দেখেছি। অবাক হয়েছি, দুঃখিত হয়েছি। ভেবেছি হয়তো এখানেই শেষ, ইতি টানতে হবে। আবার ভেবেছি যাওয়ার আগে লাস্ট একটা ট্রাই তো করে যাই, এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসলো, একটা ট্রাই করে যাই। না হলে চলে যাব, ছেড়ে দিব চলচ্চিত্র। শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি অনেক।

চলচ্চিত্রে শুরুর গল্প বলতে গিয়ে শাকিব খান বলেন, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম। একটা সিনেমার অফার পেলাম, বলল তিন মাস সময় লাগবে। তিন মাসেই সিনেমা শেষ হয়ে যাবে। তিন মাসের জন্য এলাম, আর ফিরে যাওয়া হলো না। ২৫ বছর পার হয়ে গেছে।

২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ দিয়ে ঘুরে দাঁড়ান শাকিব খান। সে প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রিয়তমা’ দিয়ে আমার সেকেন্ড ইনিংস শুরু হয়েছে; যেটা সবাই বলে। যখন ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে এত মানুষের ভালোবাসা…এই প্রথম আমার চলচ্চিত্র, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে গিয়ে এত সফল হচ্ছে। প্রতিটি মানুষ দেখতে যাচ্ছে, সাফল্যের জোয়ারে ভাসাচ্ছে। ‘প্রিয়তমা’র পর ‘রাজকুমার’ এসেছে, তারপর ‘তুফান’ এসেছে, সবার মনে তুফান ধরিয়ে দিয়েছে। ‘তুফান’-এর পর সেই মানুষগুলোর দিকে তাকিয়ে নীরবে বলেছি, আমার দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। যে স্বপ্ন আমি সারা জীবন দেখে এসেছি, পৃথিবীজুড়ে আমার চলচ্চিত্র মুক্তি পাবে, হলিউড–বলিউড বড় বড় সিনেমার পাশাপাশি আমাদের সিনেমার পোস্টার থাকবে, সেই স্বপ্নের পথেই হেঁটেছি এবং সফল হয়েছি। এখন দেশ–বিদেশের সবাই গর্ব করে বলে এটা আমাদের চলচ্চিত্র, আমাদের শাকিব খান।

এদিকে শাকিব খান ‘তুফান’ সিনেমা ‘লাগে উড়া ধুরা’ গানের সঙ্গে পারফর্ম করেন। এক পর্যায়ে তার সঙ্গে মজা করেন উপস্থাপক আফরান নিশো ও তাসনিয়া ফারিণ। শাকিবকে পেয়ে মজা করে ফারিণ বলেন, ভাইয়া আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। ইধিকা তো আছেই, কিন্তু প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?

ফারিণকে উদ্দেশ্য করে নিশো বলেন, তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে? নিশোকে জবাবে ফারিণ বলেন, ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সাথে কাজ করা কি থাকে কারও স্বপ্ন?

পাশ থেকে হাসি মুখে ফারিণকে উদ্দেশ্য শাকিব খান বলেন, তোমার অডিশন লাগবে না। আগামী ঈদে আমার তাণ্ডব সিনেমা রিলিজ হচ্ছে। ইতোমধ্যে সবার মধ্যে তাণ্ডব চলছে। প্রিয়তমায় বিদেশ শুরু হয়েছিল, সেখান থেকে তুফান দিয়ে দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি হয়েছে। আশা করছি, তাণ্ডবও তাই হবে।


Leave a reply