Select Page

‘আমার বাবা’ হয়নি, এবার মৌসুমীকে নিয়ে সুজনের ‘দেশান্তর’

‘আমার বাবা’ হয়নি, এবার মৌসুমীকে নিয়ে সুজনের ‘দেশান্তর’

বেশ কয়েক বছর আগে মৌসুমীকে নিয়ে ‘আমার বাবা’ নামের একটি ছবি নির্মাণ করতে মাঠে নামেন আশুতোষ সুজন। দুদিন শুট করার পর বাতিল হয় হুমায়ূন আহমেদের পরিবারের কাহিনি নিয়ে নির্মিতব্য সেই ছবি।

এবার শোনা যাচ্ছে, একই নায়িকাকে নিয়ে সরকারি অনুদানের ছবি বানাতে যাচ্ছেন ছোটপর্দার এ নির্মাতা।

নিউজ বাংলাকে আশুতোষ সুজন জানান, তার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, নাম ‘দেশান্তর’। এতে তার সঙ্গে আরও অভিনয় করবেন গুণী অভিনেতা আহমেদ রুবেল

সিনেমার শুটিং শুরু হবে সেপ্টেম্বর থেকে।

‘দেশান্তর’ অনুদান পেয়েছে ২০২০-২১ অর্থবছরে।

পরিচালক বলেন, ‘মৌসুমী আপা আমাদের সিনেমায় কাজ করছেন। গল্পটিতে তাকেই সবচেয়ে বেশি মানায়। এটা একটা দেশপ্রেমের গল্প, নারী জাগরণের গল্প।’

চলতি বছরেই মৌসুমী অভিনীত শেষ সিনেমা মুক্তি পেয়েছে। ‘সৌভাগ্য’ নামের সিনেমাটি দর্শকরা দেখেছে গত রোজার ঈদে।

আগামী মাস থেকে মৌসুমীর ‘সোনার চর’ সিনেমার শুটিং শুরু করার কথা আছে। সিনেমাটি পরিচালনা করবেন জাহিদ হোসেন। এই সিনেমায় তার স্বামী নায়ক ওমর সানীও অভিনয় করবেন।

অন্যদিকে আহমেদ রুবেল অভিনীত ‘অলাতচক্র’ সিনেমাও মুক্তি পেয়েছে এ বছরের মার্চে। এ ছাড়া ‘চিরঞ্জীব মুজিব’ নামের একটি সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন তিনি।


Leave a reply