Select Page

‘আমি তোমার হতে চাই’ মুক্তিতে নিষেধাজ্ঞা

‘আমি তোমার হতে চাই’ মুক্তিতে নিষেধাজ্ঞা

আমি-তোমার-হতে-চাই-নিষেধাজ্ঞা

বাপ্পীর মামলার প্রেক্ষিতে অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’র প্রচারণা ও মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

অন্য শিল্পীকে দিয়ে তার ডাবিং করানো হয়েছে অভিযোগ এনে ঢাকার সিনিয়র সহকারী জজ ৪র্থ আদালতে সোমবার মামলা দায়ের করেন এ নায়ক।

বিষয়টি সুরহার জন্য আদালত আগামী বছর ১২ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করেছেন। পাশাপাশি আরেকটি নির্দেশনায় বলা হয়, এই অন্তর্বর্তীকালীন সময়ে ছবিটির কোনো রকম প্রচারণা-প্রকাশনা ও মুক্তি দেওয়া যাবে না। বুধবার (১৬ নভেম্বর) ঢাকার সিনিয়র সহকারী জজ ৪র্থ আদালত এ নির্দেশনা দেন।

এই মামলায় ছবির পরিচালক অনন্য মামুন, প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস ও বিএফডিসিকে আসামি করা হয়েছে। মামলায় বাপ্পী উল্লেখ করেছেন, প্রযোজক চুক্তির শর্ত ভঙ্গ করে তার ডাবিং অন্যকে দিয়ে করিয়েছেন। এতে তার ক্যারিয়ারের ক্ষতি হবে বলে আশংকা করছেন।

তবে নির্মাতা ও প্রযোজক বলছেন, বাপ্পীর সঙ্গে করা চুক্তিতে ডাবিং নিয়ে কোনো শর্ত ছিল না। কয়েকটি দৃশ্যে ডাবিং করার পর বাপ্পীর ভুল উচ্চারণের কারণে তারা ডাবিং শিল্পী ইভান সাইরের শরণাপন্ন হন।


মন্তব্য করুন