Select Page

‘আমি তোমার হতে চাই’র বাজেট কত?

‘আমি তোমার হতে চাই’র বাজেট কত?

আমি-তোমার-হতে-চাই-বাজেট-কত

ঢালিউডে বেশিরভাগ ছবিই বিগ বাজেটের। আবার বেশিরভাগ সিনেমারই বাজেট জানানো হয় না। অল্পকিছুর জানানো হলেও তার বেশিরভাগ দর্শক বিশ্বাস করে না।

সম্প্রতি ডাবিং নিয়ে বাপ্পীর মামলার সূত্র ধরে ‘আমি তোমার হতে চাই’র বাজেট অন্যান্য প্রসঙ্গে মুখ খুলেন নির্মাতা অনন্য মামুন

তার কথার সূত্র ধরে বোঝা যায় মাঝারি মানের একটি সিনেমার ব্যয় ৬০ লাখ টাকার মধ্যে। তবে ভালো কিছু দিতে চাইলে কোটির ঘর পার হতে হবে।

বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে ‘অস্তিত্ব’ নির্মাতা বলেন, “তাহলে ব্যাপারটা খুলেই বলি। যখন আমরা ‘আমি তোমার হতে চাই’ সিনেমা শুরু করি, তখন সিনেমার বাজেট ছিলো ৬০ লাখ টাকা। কিন্তু আমার প্রযোজক বাপ্পী ও মিমের কাজের প্রতি আগ্রহ দেখে বলেন,  মামুন ভাই আপনি বাজেট নিয়ে চিন্তা করেন না যেখানে যা লাগে খরচ করেন। একটা ভালো সিনেমা বানান। বদলে গেলো সব, রেড এমেক্স ক্যামেরা রেখে রেড এপিক দিয়ে সুটিং শুরু হলো। গানে পরিবর্তন এলো। হাবিব ভাই, মমতাজ, অ্যাশকিং এর মতো শিল্পীদের দিয়ে গান করানো হলো। লোকেশনে পরিবর্তন এলো। নেপানে সুটিং করতে গেলাম। বলে রাখি আমরা নেপালের এমন কিছু লোকেশনে সুটিং করেছি যা এর আগে আমাদের দেশিও সিনেমাতে ব্যবহার হয়নি। এমন লোকেশন ছিলো যার একদিনের ভাড়া ৫ লাখ টাকা দিতে হয়েছে। রাখি সাওয়ান্তকে দিয়ে আইটেম সং করালাম। ৬০ লাখ টাকার সিনেমার বাজেট এখন ১.৫ কোটি টাকা। তারপরও আমার প্রযোজক আমাকে কোন কথা বলেন নাই। বাপ্পী-মিম ও ‘আমি তোমার হতে চাই’ সিনেমার সবাই বলেছে তাদের জীবনের বেস্ট সিনেমা এটি। আমার প্রযোজক আমাকে বললেন,  মামুন ভাই কালার কারেকশন সাউন্ড সব কাজ ইন্ডিয়া থেকে করান। আমি বেস্ট চাই সব কিছুতে।”

বাপ্পীর মামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘যে প্রযোজক একটা ভালো কাজের জন্য এত সহযোগিতা করলেন, তাকে আজ আদালতে যেতে হলো। কাল আমার প্রযোজক আমাকে কল করে বললেন, মামুন ভাই ভালো সিনেমা বানিয়ে আমাকে কেন আদালতে যেতে হলো? সুইটহার্ট, ওয়ানওয়ে সিনেমায় তো বাপ্পীর ভয়েস ছিলো না, সেই প্রযোজকদের তো আদালতে যেতে হয়নি? মামুন ভাই আমি আমার প্রশ্নের উত্তর চাই? আমার প্রযোজককে দেয়ার মতো উত্তর আমার জানা নেই। আপনাদের জানা থাকলে আমাকে বলবেন প্লিজ।’


Leave a reply