Select Page

আমি শুধু তোর হবো : হবে কি হবে না?

আমি শুধু তোর হবো : হবে কি হবে না?

২০১৬ সালের আগস্টে ‘আমি শুধু তোর হবো’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন জাকিয়া বারী মম। চলতি সময়ের বিতর্কিত নির্মাতা রফিক শিকদারের পরিচালনায় এতে তার বিপরীতে চুক্তিবদ্ধ হন নিরব। শুরুতেই ঝামেলা তৈরি হলে রফিককে বাদ দেওয়া হয়। পরিচালক ছাড়াই আগস্টের গানের শুটিং করলেও এরপর আর সেটার কোনো খবর নেই।

নিরবের ভাষ্য ছিল ‘আমি শুধু তোর হবো’র কাজ শুরু হবে। নতুন পরিচালক নিয়েই সেটা শুরুর পরিকল্পনা প্রযোজকের। এদিকে কিছুদিন আগে শোনা যায় নির্মাতা রফিক শিকদারের সঙ্গে আবারো বোঝাপড়ার মাধ্যমে এ ছবির কাজ এগিয়ে নেয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু সেটাও আর হয়নি।

সে নির্মাতা সেটি বাদ দিয়ে নিরব ও কলকাতার প্রিয়াঙ্কাকে নিয়ে শুরু করেন আরেক ছবি। সেখানেও গলদ। রফিক শিকদারের নায়িকাকে বিয়ের প্রস্তাবের কারণে সে ছবিটিও হাতছাড়া হওয়ার পথে।

এদিকে ‘আমি শুধু তোর হবো’ প্রসঙ্গে নির্মাতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মানবজমিনকে বলেন, শুরুর দিকে এ ছবির নির্মাতা আমিই ছিলাম। প্রযোজকের সঙ্গে ঝামেলার কারণে আমাকে বাদ দেয়া হলেও আবার মিটিং কল করে কাজ করানোর কথা বলে। এরপর আর কিছু জানা নেই। তবে এখন ছবির কাজ বন্ধ রয়েছে।

অন্যদিকে ছবির নায়ক নিরব বলেন, সব খবর বাদ দিয়ে হঠাৎ এই একটা ছবির খবর জানতে চাওয়ার বিষয়টি ঠিক বুঝলাম না। আচ্ছা, ছবিটা এখন কাজ আপাতত বন্ধ আছে। মম শিডিউল মেলাতে পারেনি। আমিও নানা কাজে ব্যস্ত ছিলাম। তাই কাজটিও আর এগোয়নি। আশা করছি আবার শুরু হবে।

প্রসঙ্গত, গত বছরের ২০শে জুন ‘আমি শুধু তোর হবো’ ছবির জমকালো আয়োজনে মহরত অনুষ্ঠিত হয়। এর আগেই নিরব ও মম ছবির ঘোষণা দিয়ে ফটোসেশনের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়েছেন।

সূত্র : মানব জমিন


মন্তব্য করুন