Select Page

আরও একটি চলচ্চিত্রে মীম

আরও একটি চলচ্চিত্রে মীম

Meem-Actress

লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বিদ্যা সিনহা মীমের সম্পূর্ণ মনোযোগ এখন চলচ্চিত্রকে ঘিরে। বেশ ধৈর্য ধরে চলচ্চিত্রে সফল ক্যারিয়ারের জন্য কাজ করছেন। সে পথে একটু একটু করে এগিয়েও যাচ্ছেন।

তাই তো দেশীর নির্মাতার পাশাপাশি কাজ করছেন কলকাতার নির্মাতাদের চলচ্চিত্রে। মাস কয়েক আগে চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার গায়ক, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্তের ‘মন বাকসো’ চলচ্চিত্রে। তবে এটি বাংলাদেশের লগ্নিতে নির্মিত হবে। মীম এবার যুক্ত হলেন যৌথ প্রযোজনার চলচ্চিত্রে।

সম্প্রতি কলকাতার চলচ্চিত্রকার আশীষ কুমারের পরিচালনায় ‘ফাস্ট জানুয়ারি’ চলচ্চিত্রে সাইন করেছেন মীম। তার সহশিল্পী হি্সেবে আছেন নায়ক ইমন। আলোচিত মীম-ইমন জুটি এর মাধ্যমে তৃতীয়বারের মতো জুটিবদ্ধ হলেন।এর আগে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ ও তন্ময় তানসেনেরপদ্ম পাতার জল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন এ দুই তারকা।

মীম এই চলচ্চিত্র সমন্ধে আপাতত কিছুই বলতে চান না। শিগগিরই সংবাদ সম্মেলন ও মহরতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ছবির ঘোষণা দেয়া হবে। দুই বাংলাতেই ছবির দৃশ্যধারণ হবে।

 

 


মন্তব্য করুন