Select Page

আরণ্যকের ৪৫ বছর পূর্তিতে ‘পুষ্প ও মঙ্গল উৎসব’

আরণ্যকের ৪৫ বছর পূর্তিতে ‘পুষ্প ও মঙ্গল উৎসব’

নাট্যদল আরণ্যক-এর ৪৫ বছর পূর্তি পালনে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। ২২ অক্টোবর শুরু হবে এই উৎসব, চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। সাত দিন ব্যাপী আরণ্যকের এই উৎসবের নাম দেয়া হয়েছে ‘পুষ্প ও মঙ্গল উৎসব।’ এতে ভারত, ইরান ও হংকংয়ের নাট্যদল অংশ নেবে। উৎসবে মঞ্চনাটকের পাশাপাশি পথ-নাটক সেমিনার ও নাট্য মেলাও থাকছে।

আর‌ণ্যকের প্রধান মামুনুর রশীদ উৎসবের বিষয়টি নিশ্চিত করেন। দলের প্রধান সম্পাদক মান্নান হীরা উৎসবের বিস্তারিত জানিয়ে বলেন,‘ উৎসবে আরণ্যক তাদের তিনটি মঞ্চনাটক মঞ্চস্থ করবে। এগুলো হল ‘ইবলিশ’, ‘ময়ূর সিংহাসন’ ও ‘রাঢ়াং’। অন্যদিকে ভারতের ২টি নাট্যদল ২টি ও ইরান এবং হংকংয়ের নাট্যদল ১টি করে নাটক মঞ্চস্থ করবে।’

উৎসব উদ্বোধন করবেন শহীদ শিক্ষক অধ্যাপক মুনীর চৌধুরীর স্ত্রী ও খ্যাতিমান অভিনেত্রী লিলি চৌধুরী। তাকে সম্মানিত করবে আরণ্যক।


মন্তব্য করুন