Select Page

আলমগীরের সিনেমা করছেন না পূর্ণিমা

আলমগীরের সিনেমা করছেন না পূর্ণিমা

অভিনেতা-নির্মাতা আলমগীর কিছুদিন আগে যৌথ প্রযোজনায় ‘একটি সিনেমার গল্প’ নামে একটি ছবি পরিচালনার ঘোষণা দেন। এ ছবিতে পূর্ণিমার অভিনয় করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সেই ছবিটি তিনি করছেন না। খবর মানবজমিন।

কারণ হিসেবে পূর্ণিমা বলেন, ‌‘এ ছবিতে আমার বিপরীতে প্রথমে কলকাতার অভিনেতা প্রসেনজিতের অভিনয় করার কথা ছিল। তবে আলমগীর সাহেব জানিয়েছেন প্রসেনজিৎ ছবিটিতে অভিনয় করবেন না। তার পরিবর্তে সেই চরিত্রে আলমগীর ভাই নিজেই অভিনয় করবেন। তাই আমি ছবিটি করছি না। কারণ আলমগীর ভাইয়ের স্ত্রীর চরিত্রে আমাকে মানাবে না। সব মিলিয়ে ছবিটি এখন আর করা হচ্ছে না আমার।’

এ ছবিতে আরো অভিনয় করার কথা রয়েছে আরিফিন শুভ ও ভারতের আরেক অভিনেত্রী পাওলি দামের। সব আনুষ্ঠানিকতা শেষ করে ৫ সেপ্টেম্বর থেকে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে ঈদ উপলক্ষে ছোটপর্দায় বেশকিছু নাটকে অভিনয় করছেন পূর্ণিমা।


মন্তব্য করুন