Select Page

আশফাক নিপুণের কাছে সিনেমা বানানোর দাবি

আশফাক নিপুণের কাছে সিনেমা বানানোর দাবি

ঈদুল আজহায় অসংখ্য নাটকের ভিড়ে বাজিমাত করেছেন আশফাক নিপুণ। তার তিনটি নির্মাণের মধ্যে ভিকটিম ও ইতি মা’র নাম উল্লেখযোগ্যভাবে শোনা যাচ্ছে। দর্শকের পাশাপাশি জনপ্রিয় নির্মাতারাও প্রশংসা করছেন। দাবি উঠেছে সিনেমা নির্মাণের।

‘আয়নাবাজি’-খ্যাত অমিতাভ রেজা চৌধুরী নিজের ফেসবুক ওয়ালে লেখেন, “অনেক হইসে, এবার সিনেমাটা বানা আশফাক নিপুণ।” মন্তব্যের ঘরে অনেকেই একমত পোষণ করেন। এর মধ্যে আছেন ‘ভিকটিম’-এর নায়িকা অপি করিম।

শিহাব শাহীন লেখেন, “ভিকটিম এবং ইতি মা…এই ঈদে নিপুণ তো একেবারে ফাটায়া দিসে..!! সাবাশ..!! অনেক অনেক অভিনন্দন..।” এ ছাড়া চয়নিকা চৌধুরীসহ বেশ কয়েকজন নিপুণের প্রশংসা করেন।

এ দিকে নির্মাতার একাধিক ভক্তও সিনেমার প্রসঙ্গটি ফেসবুক গ্রুপে টেনে আনেন।

তবে নিপুণ আগেই সিনেমার ঘোষণা দিয়ে রেখেছেন। গত বছর ডিসম্বরে জানান, সিনেমা বানাতে যাচ্ছেন

স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইফ্লিক্সের আড্ডায় আশফাক জানিয়েছিলেন সিনেমা নির্মাণের ভাবনা। বলেন, খুব শিগগিরই তিনি আসছেন চলচ্চিত্র জগতে, সিনেমার নাম ‘গোল্লা’, এটি মূলত হবে পলিটিক্যাল জনরা!

সাম্প্রতিক সময়ে একের পর এক গল্পনির্ভর সমাজ সচেতন নাটক করেছেন আশফাক নিপুণ। তাই তার কাছে প্রত্যাশাও বেশি।

ওই সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিত্রনাট্য লেখা শেষ হয়েছে; প্রি-প্রোডাকশনের কাজ চলছে। বেশ কয়েকজন তারকা শিল্পীর সঙ্গে কথাবার্তা হয়েছে। চলচ্চিত্র পরিচালক সমিতিতে ‘গোল্লা’ নামে ছবির নিবন্ধনের প্রক্রিয়াও চলছে।”

সবকিছু গুছিয়ে মাস খানেকের মধ্যেই চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানান নিপুণ; নতুন বছরের শুরু থেকেই শুটিং শুরু হবে। তবে পরবর্তী এ বিষয়ে কোনো আলাপ আসেনি। আর বছরের শুরু থেকেই দেশে চলছে করোনা আতঙ্ক।


মন্তব্য করুন