Select Page

আশাবাদী ববি

আশাবাদী ববি

Bobby-B-150x150খোঁজ – দ্যা সার্চ’ ছবিতে প্রথম অভিনয় করেছেন ববি। ছবিটি পরিচালনা করেছিলেন ইফতেখার চৌধুরী। ছবিতে ববি মুখ্য চরিত্রে না থাকলেও বেশ প্রশংসিত হয়েছিলেন। একই পরিচালকের ‘দেহরক্ষী’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নিজের আসনটি শক্ত করে নেন তিনি। তার ধারাবাহিকতায় ববির হাতে এখন এক গণ্ডা ছবি।

এরমধ্যে তিনি শেষ করেছেন ‘ফুল এন্ড ফাইনাল’। মালেক আফসারীর পরিচাললনায় এ ছবিতে ববির নায়ক হিসেবে আছেন শাকিব খান। শোনা যাচ্ছে এটি ঈদুল আজহায় মুক্তি পাবে।

সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘রাজত্ব’ ও ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ নামের দুটি ছবিতে। তিন নম্বর ছবির মুক্তির আগেই ববি তার নতুন ছবির কাজ শুরু করবেন।

সব মিলিয়ে নিজের ক্যারিয়ার নিয়ে খুবই আশাবাদী ববি।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন