Select Page

আসছে মান্নার শেষ চলচ্চিত্র

আসছে মান্নার শেষ চলচ্চিত্র

mannaভক্তকূলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন মান্না – সেও প্রায় সাত বছর হয়ে গেল। আর কখনো ফিরে আসবেন না মান্না, নতুন কোন ছবিতে অভিনয় করবেন না, কিন্তু মান্না অভিনীত সর্বশেষ চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে শীঘ্রই। সাত নয়, দশ বছর আগে ছবিটির কাজ শেষ করেছিলেন তিনি।

মান্না অভিনীত এ ছবিটির নাম লীলা মন্থন। পরিচালনা করেছেন জাহিদ হোসেন এবং খোরশেদ আলম খসরু। ছবিটি মুক্তি দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান টিওটি ফিল্মস।

জানা গেছে মান্না বেঁচে থাকতেই তার অংশের কাজ শেষ হয়েছিল, তবে হঠাৎ করে ছবিটির শ্যুটিং বন্ধ হয়ে যায়। এ বছরের ২৬শে মার্চে মুক্তি দেয়ার লক্ষ্যে এখন কাজ চলছে। ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, পপি শাহনূর, মুক্তি, দিঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগরসহ অনেকে।

ছবির পরিচালক খোরশেদ আলম খসরু বলেন, মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ছবিটি তৈরি করেছি। ছবিতে আমরা চেষ্টা করেছি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরতে।

সেন্সর বোর্ড থেকে শুরু করে মুক্তিযোদ্ধা ও ছবির কলাকুশলীরা সহযোগিতা করেছেন বলে জানান তিনি। ছবিটির সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।


মন্তব্য করুন