Select Page

আসাদুজ্জামান নূর অভিনীত প্রিয় পাঁচ ধারাবাহিক ও পাঁচ একক নাটক

আসাদুজ্জামান নূর অভিনীত প্রিয় পাঁচ ধারাবাহিক ও পাঁচ একক নাটক

আসাদুজ্জামান নূরের অভিনয় ক্যারিয়ার কয়েক দশকের। মঞ্চ থেকে টিভি নাটক বা সিনেমায় তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। অবশ্য বড়পর্দায় তাকে হাতে গোনা কয়েকবারই দেখা গেছে। টিভি নাটকে নির্মাতা হুমায়ূন আহমেদ তাকে দিয়েছেন স্মরণীয় কিছু চরিত্র। আসাদুজ্জামান নূল অভিনীত প্রিয় ধারাবাহিক ও একক নাটক থেকে পাঁচটি-পাঁচটি করে দশটি তুলে ধরা হলো—

ধারাবাহিক নাটক

অয়োময়: ক্ষয়িঞ্চু জমিদার মির্জা সাহেব, যার জমিদারি ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। জমিদারির দিকে তার ঠিক মন নেই, তবে অন্যদের থেকে আলাদা। তার দুই স্ত্রী, অন্ধ মা, শ্যালিকা আর কয়েকজনকে নিয়ে জমিদার বাড়িতে থাকে। একটা ঘটনায় তিনি আঘাত পেলে জমিদারি ছেড়ে পাড়ি জমান অজানা উদ্দেশ্যে। হুমায়ূন আহমেদের রচনায় বিটিভিতে প্রচারিত প্রশংসিত এই ধারাবাহিকে মির্জা সাহেবের চরিত্রে অসাধারণ অভিনয় করে অনন্য হয়ে আছেন আসাদুজ্জামান নূর।

কোথাও কেউ নেই: দর্শকদের খুব পছন্দের নাটক,বলা যায় ‘বাকের ভাই’ বাংলা নাটকের সবচেয়ে জনপ্রিয় চরিত্র। নাটকে যার মৃত্যুতে সারাদেশে হুলস্থুল পড়ে গিয়েছিল। হুমায়ূন আহমেদের রচনায় পাড়ার মাস্তানরূপী বড় ভাই বাকের ভাইয়ের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান আসাদুজ্জামান নূর।

নক্ষত্রের রাত: হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় পারিবারিক ধারার এই ধারাবাহিকে এক মধ্যবিত্ত পরিবারে আগন্তুক হয়ে আসেন,তার কথাবার্তা পুরোই দার্শনিকের মতো। পুরো পরিবারের সব সমস্যাগুলো সমাধান করে ফেলেন,আপন মানুষ হয়ে উঠে। এই চরিত্রে অভিনয় করে নিজেকে আরেকবার প্রমাণ দেন আসাদুজ্জামান নূর।

বহুব্রীহি: হুমায়ূন আহমেদের রচনায় এই ধারাবাহিকে আসাদুজ্জামান নূরের চরিত্রটা বেশ বৈচিত্র্যময়। বিপত্নীক এই মানুষ দুই ছেলে-মেয়েকে নিয়ে তিনি ভাড়া বাসায় উঠেন,তারপর তাদের পরিবারের একজন হয়ে উঠেন।

এইসব দিনরাত্রি: পরিবারের ছোট ছেলে, বেকার। এরমধ্যে ধনীর মেয়েকে বিয়ে করে বাসায় নিয়ে আসেন, এইদিকে কোন ব্যবসাতেই নিজেকে থিতু করতে পারেন না। শফিক চরিত্রে এই ধারাবাহিকে অভিনয় ছিল আসাদুজ্জামান নূরের টার্নিং পয়েন্ট,এরপরই হুমায়ূন আহমেদের নাটকে নিয়মিত ভাবে অভিনয় করতে থাকে।

আয়োময় নাটকের শুটিং সেট

একক নাটক

মাটির পিঞ্জিরার মাঝে: চেয়ারম্যানের ষড়যন্ত্রে গ্রামের মাস্টারকে খুন করতে এসেছে নান্দাইলের ইউনুস, যে ভাড়ায় খুন করে। এই খুন করাকে কেন্দ্র করে এই নাটকের কাহিনী, খুনীর চরিত্রে আসাদুজ্জামান নূরের অভিনয় ছিল সেরা সম্পদ।

নিমফুল: গ্রামের দুর্ধর্ষ ডাকাত ছেলেসহ ধরা পড়েছে, তার চোখ তুলে ফেলা হবে। এই ঘটনকে কেন্দ্র করে হুমায়ূন আহমেদের এই নাটকে ডাকাতের চরিত্রে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর।

শুধুই তোমারে জানি: ত্রিভুজ প্রেমের গল্প। একদিকে অনেকদিনের বান্ধবী,যার সাথে বিয়ে ঠিক হয়ে আছে। অন্যদিকে সদ্য পরিচয় হওয়া এক অষ্টাদশী কন্যা প্রেমে পড়ে, তার প্রতিও মায়া জন্মে। এক দোটানায় পড়ে যান। বিপাশা হায়াতের রচনায় মুনির হোসেন চৌধুরী তারার পরিচালনায় এই নাটকে অভিনয় করে রোমান্টিক চরিত্রে সমাদৃত হন আসাদুজ্জামান নূর।

প্রিয় পদরেখা: হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে আসাদুজ্জামান নূর দর্শকদের কাছে বিশেষ হয়ে উঠেছিলেন, তেমনি এটি একটি। এক পরিবারে গৃ্হশিক্ষক হিসেবে আগমন করে।

আজ আমাদের ছুটি: একটি পরিবারের বাহিরে বেড়াতে যাওয়ার গল্প, এই পরিবারের ছেলে যে কাউকে হিপোনাটাইজ করতে পারে। হুমায়ূন আহমেদের রচনায় আরেকটি আলোচিত নাটক।


About The Author

চলচ্চিত্র ও নাটক বিষয়ক লেখক

Leave a reply