Select Page

আসিফের প্রযোজনায় নায়ক মিশা

আসিফের প্রযোজনায় নায়ক মিশা

চলচ্চিত্র প্রযোজনায় নামবেন এমন খবর  আগেই রটেছিল। কিন্তু স্বীকার করেননি কণ্ঠশিল্পী আসিফ আকবর। এবার জানালেন, ছবির গল্প গায়কেরই। প্রধান চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর

আসিফ জানালেন, তার প্রতিষ্ঠান ‘আর্ব এন্টারটেনমেন্ট’ প্রযোজিত প্রথম ছবির নাম ‘বাপের দোয়া কি কম দামি’। ছবির পরিচালক কে, অন্য অভিনয়শিল্পী কারা, শুটিং কবে? এসব এখনই জানাতে চান না।

কালের কন্ঠকে আসিফ বলেন, ‘বাবাকে অনেক ভালোবাসি। বাবা বটবৃক্ষের মতো। সন্তানদের ভালো-মন্দে আগলে রাখেন তিনিই। তাঁর দোয়া জীবনের পথকে মসৃণ করে। বাবাকে নিয়েই তাই আমার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি। মিশা সওদাগরের মতো ভালো মানুষ পাওয়া মুশকিল। তাই আমার প্রথম ছবিতে তাঁকেই আগে চূড়ান্ত করেছি। ’


মন্তব্য করুন