Select Page

আহমেদ রুবেলের জন্মদিনে সত্যজিৎকে নিয়ে সিনেমার ঘোষণা

আহমেদ রুবেলের জন্মদিনে সত্যজিৎকে নিয়ে সিনেমার ঘোষণা

সত্যজিৎ রায়কে উৎসর্গ করে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’ রির্মাণ করছেন প্রসূন রহমানআহমেদ রুবেলের জন্মদিন মঙ্গলবারে এ পরিচালক জানালেন মূল ভূমিকায় দেখা যাবে এ অভিনেতাকে।

মূলত সত্যজিতের জন্ম শতবর্ষকে ঘিরে এ পরিকল্পনা।

এ ফেসবুকে প্রসূন বলেন, “শুভ জন্মদিন রুবেল ভাই। নতুন প্রকল্পের কথা জানানোর জন্য জন্মদিনের চেয়ে শুভক্ষণ আর কী হতে পারে। এ বছর আমরা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদ্‌যাপন করছি। নেটফ্লিক্স তাদের ট্রিবিউট জানিয়েছে ‘রে’ সিরিজ নির্মাণ করে। জানা গেছে, সত্যজিতের নিজের শহর কোলকাতা থেকে নির্মিত হচ্ছে আরও দুটি চলচ্চিত্র।

‘প্রিয় সত্যজিৎ’ নামে আমরা একটি ট্রিবিউট ফিল্ম নির্মাণের উদ্যোগ নিয়েছি। যেখানে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের দ্বারা অনুপ্রাণিত একজন প্রবীণ নির্মাতার ভূমিকায় অভিনয় করবেন- আহমেদ রুবেল। যা হবে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে আমাদের শ্রদ্ধাঞ্জলি।”

সংবাদমাধ্যমকে প্রসূন জানালেন, সিনেমার চরিত্রে সরাসরি সত্যজিৎ থাকছেন না। তার একজন ভাবশিষ্য নির্মাতাকে ঘিরে এর গল্প এগোবে।

এর কাহিনি তিন সময়ের ৩ জন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে। আর অন্য দু’জন পরবর্তী দুই প্রজন্মের। প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করবেন আহমেদ রুবেল। তবে নবীন নির্মাতা অপরাজিতা চরিত্রের অভিনয়শিল্পী এখনও চূড়ান্ত হয়নি।

সবকিছু ঠিক থাকলে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে চিত্রায়ণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। আর মুক্তি দেওয়া হবে সত্যজিৎ রায়ের আগামী জন্মদিনে, ২ মে। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে প্রসূন রহমানের নিজস্ব প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটরের ব্যানারে।

প্রসূনের পরের চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’ মুক্তি পাচ্ছে আর কয়েক সপ্তাহের মধ্যে। আর আহমেদ রুবেলকে সর্বশেষ দেখা গেছে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে নির্মিত অনুদানের ছবি ‘অলাত চক্র’-এ। হাবিবুর রহমান পরিচালনায় আরও ছিলেন জয়া আহসান। রুবেল বর্তমানে আশুতোষ সুজন পরিচালিত ‘দেশান্তর’ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন।


মন্তব্য করুন