Select Page

আড়াই কোটি টাকার বেশি লোকসান দিয়েছে ‘বিদ্রোহী’

আড়াই কোটি টাকার বেশি লোকসান দিয়েছে ‘বিদ্রোহী’

শাকিব খান অভিনীত ‘বিদ্রোহী’ ঈদুল ফিতরে ১০২টি সিনেমা হলে মুক্তি পায়। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দ্বন্দ্বে এ নায়ক ছবিটি নিয়ে তেমন একটা প্রচার করেননি।

প্রযোজনা সংস্থার সূত্রের বরাত দিয়ে এনটিভি জানায়, রেকর্ড সংখ্যক হলে মুক্তি পাওয়া বড় বাজেটের সিনেমাটি আড়াই কোটি টাকারও বেশি লোকসান করেছে।

‘বিদ্রোহী’ কেমন ব্যবসা করেছিল? এ প্রশ্নের জবাবে শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় জানিয়েছেন, ‘আমাদের এই সিনেমার বাজেট তিন কোটি ৩০ লাখ থেকে সাড়ে তিন কোটির মধ্যে। কত ব্যবসা হয়েছে সেটা হিসাব করে বলতে হবে। তবে কোটি টাকা হয়নি, সেই হিসাবে লস। তবে এখনও বিভিন্ন স্বত্ব বিক্রি করে আয়ের সুযোগ আছে।’

অবশ্য এর আগে শাপলা মিডিয়া দাবি করেছিল সিনেমাটির বাজেট চার কোটি টাকা।

অবশ্য ২০১৮ সালে নির্মাণ শুরু হওয়া এ ছবির চেয়ে শাকিব অভিনীত আরেক ছবি ‘গলুই’-এর দর্শক আগ্রহ ছিল বেশি।

‘বিদ্রোহী’ সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন এবং শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলি ও অভিষেক হওয়া সুচিস্মিতা মৃদুলা। আরও আছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।


Leave a reply