Select Page

‘ইন্ডাস্ট্রির লাভ নেই’ এমন ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর

‘ইন্ডাস্ট্রির লাভ নেই’ এমন ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর

ঢালিউড নিয়ে অনেক ভাবেন মিশা সওদাগর। তাই এই ইন্ডাস্ট্রির লাভ হবে না, এমন ছবি নিয়ে মুখ খুলতে দ্বিধা নেই তার। সম্প্রতি নিজের অভিনীত ‘দিন দ্য ডে’ নিয়ে মন্তব্য করলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি।

ঈদুল আজহায় মুক্তি পাওয়া অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করেন মিশা। সম্প্রতি সেই ছবির বিপরীতে মন্তব্য করলেন তিনি।

মিশা মনে করেন, ‘দিন: দ্য ডে’র মতো সিনেমা নির্মাণ করলে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বিন্দুমাত্র লাভ নেই।

এই অভিনেতা বলেন, ‘এই সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই। ১২০ কোটি টাকার সিনেমা আমাদের এখানে বানানো সম্ভব নয়। এত টাকার সিনেমা চলবে কোথায়, টাকাটা উঠবে কীভাবে? কাজেই এটা নিয়ে আমার কোনো মাথা-ব্যথা নেই। এ ছাড়া এই সিনেমায় প্রফেশনাল কোনো শিল্পী নেই। উনারা সাধারণত শৌখিন শিল্পী।’

মিশা সওদাগর আরও বলেন, “অনন্ত ভাই একজন বড় পর্যায়ের ব্যবসায়ী। তিনি একজন সিআইপি। তার কারখানায় ১২ থেকে ১৩ হাজার লোক কাজ করে। তিনি ভালো লাগা থেকেই তার স্ত্রীকে নিয়ে সিনেমা বানান। এই সিনেমা দিয়ে আমার ইন্ডাস্ট্রির বিন্দুমাত্র লাভ নাই। ইন্ডাস্ট্রির লাভ ‘পরাণ’, ‘হাওয়া’, ‘শান’, ‘গলুই’ দিয়ে। ‘দিন: দ্য ডে’ শৌখিন প্রজেক্ট, ইন্ডাস্ট্রির প্রজেক্ট না।”

এদিকে কয়েকদিন আগে মিশা সওদাগরকে একটি রেডিও শোতে সুবিধাবাদী বলে আখ্যা দিয়েছেন বাপ্পী চৌধুরী।

এ নায়কের ভাষ্য এমন, “যেখানে ট্রেন্ড হয়, সে ওখানে লাফায়। লাইক আমাদের মিশা ভাই। ‘পরাণ’ ট্রেন্ডে যাচ্ছে মিশা ভাই ‘পরাণ’–এর ট্রেন্ডে দৌড়াচ্ছেন। ‘হাওয়া’ ট্রেন্ডে ‘হাওয়া’তে দৌড়াচ্ছেন। সুবিধাবাদী ট্রেন্ড আরকি।”

বাপ্পী চৌধুরীর হুট করে এমন মন্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছেন মিশা সওদাগরও। এই অভিনেতা বলছেন, ‘ও (বাপ্পী) আমার ছেলের মতো। আমি সঠিক সময়ে বিয়ে করলে বাপ্পীর মতো ছেলে থাকত আমার…। ছেলে বেয়াদব হতে পারে। তাই বলে তো বাবা বেয়াদব হতে পারে না। আমি দেশ ও দেশের সংস্কৃতিকে ভালোবাসি, এ জন্য যদি সুবিধাবাদী বলা হয়, হোক।’

বাপ্পীকে পরামর্শ দিয়ে এই অভিনেতা বলেছেন, ‘কারও সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে বাপ্পির উচিত এখন অভিনয় শেখা। ওর অভিনয়ের যথেষ্ঠ দূর্বলতা আছে। এখনও ওর সময় আছে, বাপ্পি ফুরিয়ে যায়নি…। ক্যারিয়ারে বলার মতো কোনো কাজ নেই ওর । বলার মতো কিছু কাজ করা। পাশাপাশি আচার-আচারণও শেখো।’

বাপ্পীর সঙ্গে কোন বিরোধ আছে কি না বা তাঁর কোনো সিনেমার প্রশংসা করেননি, সে কারণেই কি বাপ্পীর এমন মন্তব্য? এই প্রশ্নে মিশার পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘বাপ্পীর কোনো ভালো ছবি আছে নাকি? আমার তো জানা নাই। আপনারা সাংবাদিকেরা জানলে জানতে পারেন। তা ছাড়া কোনো ছবিতে অভিনয় করে জাতীয় পর্যায়ে বা অন্য কোনো সম্মানীয় পুরস্কার বাপ্পী পেয়েছে, এমন খবর আজও শুনিনি। আমি বাপ্পীর সম্পর্কে আর বলতে চাই না, বললে ওর ক্ষতি হয়ে যাবে।’

সূত্র: আমাদের সময় ও এনটিভি অনলাইন


Leave a reply