Select Page

ইফতেখারের হাতে পাঁচ সিনেমা, আছে ‘অগ্নি থ্রি’ও

ইফতেখারের হাতে পাঁচ সিনেমা, আছে ‘অগ্নি থ্রি’ও

# পাঁচ সিনেমার ঘোষণা দিলেন ইফতেখার চৌধুরী
# এর মধ্যে আছে আলোচিত ‘অগ্নি’র তৃতীয় কিস্তি
# ইফতেখার জানাননি সিনেমাটিতে কে অভিনয় করছেন। তবে দর্শক চান মাহিকে
# ঘোষণায় থাকা ‘বিজলি টু’সহ বাকি ছবির নায়িকা ভাবা হচ্ছে ববিকে

স্টাইলিশ, অ্যাকশন ও প্রযুক্তি নির্ভর সিনেমা নির্মাণের জন্য জনপ্রিয় নাম ইফতেখার চৌধুরী। তিনি জানালেন, বর্তমানে হাতে রয়েছে পাঁচটি নতুন সিনেমা। যার মধ্যে দুটো সিক্যুয়েল।

সোমবার ফেসবুকে পাঁচটি সিনেমার নাম জানিয়ে লেখেন, ‘অ্যান্ড সো দ্য জার্নি বিগিনস…।’

সিনেমাগুলো হলো পিকনিক, জঙ্গি, অগ্নি থ্রি, বিজলি টু ও জমির আলী।

‘পিকনিক’ সিনেমাটির পরিকল্পনার কথা শোনা যাচ্ছে কয়েক বছর ধরে। মাস কয়েক আগে জানা যায় এর শুটিং হবে যুক্তরাষ্ট্রে। প্রধান দুই চরিত্রে থাকবেন আরিফিন শুভ ও ববি। যদিও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কয়েকদিন আগে রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘জঙ্গি’ মহরত হলো। ডিএ তায়েবের বিপরীতে অভিনয় করবেন ববি। প্রযোজনা করবেন এ অভিনেতার স্ত্রী।

তবে ইফতেখারের স্ট্যাটাসে সবচেয়ে বেশি মন্তব্য দেখা গেছে নির্মাতার ক্যারিয়ারের বড় হিট ‘অগ্নি’ সিক্যুয়েল নিয়ে। মন্তব্যকারীদের প্রত্যাশা প্রথম দুই কিস্তির মতো এ সিনেমায়ও থাকবেন মাহি। তবে এ নিয়ে কোনো উত্তর পাওয়া যায়নি। এমনকি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার তরফে কোনো ভাষ্য আসেনি।

ইফতেখারের সর্বশেষ মুক্তি পাওয়া ‘বিজলি’র সিক্যুয়েলের ঘোষণাও আছে। ববি অভিনীত এ সুপারহিরোইন সিনেমার শেষেই ছিল পরের কিস্তির আভাস।

শেষ ছবি ‘জমির আলী’ সঙ্গে সম্পর্কে জানা যায়নি। নামটির শেষে ব্যাকেটে লেখা ‘অ্যাওয়ার্ডস’। তবে এর মানে পরিষ্কার করেননি তিনি।

বিভিন্ন সময়ে ইফতেখার চৌধুরীর দেওয়া তথ্য মতে, মাল্টা ও নীলিমা নামের দুটি সিনেমা মুক্তির মিছিলে রয়েছে। এ সম্পর্কে কোনো আপডেট নেই তার স্ট্যাটাসে।


মন্তব্য করুন