Select Page

ইভটিজিং-এর প্রচারণায় স্কুলে যাচ্ছেন

ইভটিজিং-এর প্রচারণায় স্কুলে যাচ্ছেন

58135_e2ইভটিজিং’ ছবিটির প্রচারণায়  কাজী হায়াৎকাজী মারুফ দেশের বিভিন্ন স্কুলে ঘুরবেন, সাথে  ছাত্রীদের সচেতন করবেন বলে জানালেন।

ইভটিজিং কাজী হায়াতের ৪৮ নম্বর ছবি হলেও  বিনা কর্তনে সেন্সর ছাড় পাওয়াতে এটি তার প্রথম ছবি। বিনা কর্তনে ছাড়পত্র পাওয়া ‘ইভটিজিং’-এর প্রযোজক, পরিচালক কাজী হায়াৎ এর আগে জানিয়েছিলেন, এটি তার শেষ ছবি।

এই ছবির মাধ্যমে তারা ছাত্রীদের সচেতন করতে চান বলে জানালেন।

উল্লেখ্য, কাজী হায়াৎ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘ইভটিজিং’ ছবির নায়ক-নায়িকা চরিত্রে অভিনয় করেছেন কাজী মারুফ ও তমা মির্জা। কাজী হায়াৎ নিজেও অভিনয় করেছেন একটি বিশেষ চরিত্রে।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন