Select Page

ইমন-জানভী জুটি

ইমন-জানভী জুটি

415_janইমনের সঙ্গে জুটিবদ্ধ হলেন নবাগত টিভি অভিনেত্রী জানভী। তাজু কামরুলের পরিচালনায় ইমন-জানভী জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন ‘জানে না এ মন’ নামের একটি ছবিতে।

ছবিটির গল্প রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু। রোমান্টিক অ্যাকশন গল্পনির্ভর এ ছবিটির শুটিং শুরু হবে আগামী ১৫ই জানুয়ারি থেকে কক্সবাজারে।

নতুন নায়িকার সঙ্গে কাজ করা প্রসঙ্গে চিত্রনায়ক ইমন বলেন, এক সময় আমিও নতুন ছিলাম। আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন শাবনূর আপু, মৌসুমী আপু, পপি আপুসহ আরও অনেকে। তাই নতুন নায়িকা যারা কাজ করতে আসছেন তাদের প্রতিও আমি যথেষ্ট আন্তরিক। জানভীর সঙ্গে এরই মধ্যে ছবিটি নিয়ে কথা হয়েছে। আমার বিশ্বাস তিনি চলচ্চিত্রে ভাল কিছু করতে পারবেন।

জানভী বলেন, এক সময় এয়ার হোস্টেজ ছিলাম। সেই সময়ই স্বপ্ন ছিল নায়িকা হওয়ার। সেই স্বপ্ন আমার পূরণ করতে সহযোগিতা করছেন ইমন ভাইয়া এবং দুই পরিচালক। আমি কৃতজ্ঞ প্রযোজনা সংস্থা স্পর্শ টেলিমিডিয়ার প্রতি। সবার কাছে দোয়া চাই। ছবিটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে থাকবেন এইচ এম জামান। ছবিটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন অভি মঈনুদ্দীন।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন