Select Page

ইমপ্রেসের ব্যানারে ফারুকীর নতুন দুটি সিনেমা

ইমপ্রেসের ব্যানারে ফারুকীর নতুন দুটি সিনেমা

imagesজনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নতুন দুটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন।  চলচ্চিত্র দুটি হচ্ছে ‘পিপড়াঁবিদ্যা’ ও ‘ডুবোশহর’। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবি দুটি তৈরি করা হবে বলে আজ এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

চলচ্চিত্র দুটির একটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং অন্যটি পারিবারিক সমস্যাকেন্দ্রিক।

সংবাদ সম্মেলনে কথা বলেন  ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্হাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর  ও চলচ্চিত্র দুটির অভিনেতা অভিনত্রীদের মধ্যে তিশা, মেহজাবিন, মিঠু, মুকিত, সাব্বির, শিনা চৌহান প্রমুখ।

এই বছরেই চলচ্চিত্র দুটির কাজ শুরু হবে।

বিএমডিবি ডেস্ক


Leave a reply