Select Page

ঈদুল আজহায় নতুন হল : দিয়াবাড়ির ফ্যান্টাসি

ঈদুল আজহায় নতুন হল : দিয়াবাড়ির ফ্যান্টাসি

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে চালু হচ্ছে নতুন সিনেমা হল। ফ্যান্টাসি সিনেমা নামের হলটি ঠিক ঈদের দিন থেকে আনুষ্ঠানিক প্রদর্শনীতে যাচ্ছে।

প্রথম সিনেমা হিসেবে প্রদর্শিত হতে যাচ্ছে ‘রংবাজ’।

এ নিয়ে চলতি বছরে নতুন দুটি হল চালু হলো– ফ্যান্টাসি ও মুন্সিগঞ্জের পিক্স সিনেপ্লেক্স। অন্যদিকে নতুনরূপে যাত্রা করেছে খুলনার খালিশপুরের লিবার্টি।


মন্তব্য করুন