Select Page

ঈদুল ফিতরের ছবির পোস্টার এলো ঈদুল আজহায়

ঈদুল ফিতরের ছবির পোস্টার এলো ঈদুল আজহায়

সিয়াম আহমেদ অভিনীত ছবি ‘শান’ মুক্তি পাবে আগামী বছর ঈদুল ফিতরে। আর এই ঈদুল আজহার আগের দিন প্রকাশ হলো ফার্স্টলুক পোস্টার।

পরিত্যক্ত একটি গ্যারেজে খাকি প্যান্ট, কালো শার্ট, চোখে সানগ্লাস পরে দুই হাতের তালুবদ্ধ করে পিস্তল উঁচিয়ে ধরে আছেন সিয়াম। সতর্ক ভাব। শত্রু আসলে ঘায়েল করবেন। পুরো দৃশ্যপটটি দারুণ স্টাইলিশ।

জানা যায়, ছবির নাম ভূমিকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের চৌকস কর্মকর্তার ভূমিকার অভিনয় করছেন সিয়াম।

ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন পূজা চেরী। আর ছবিটি পরিচালনা করছেন এম এ রাহিম। এর গল্প লিখেছেন আজাদ খান। পোস্টার নকশা করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।

পোস্টারটি ফেসবুকে প্রকাশ পাওয়ার সাথে সাথেই প্রশংসায় ভাসছে। পরিচালক এম এ রাহিম চ্যানেল আই অনলাইনকে বললেন, সবে তো শুরু। ‘শান’-এ একের পর এক চমক থাকছে।

ধীরে ধীরে সবকিছু জানানো হবে উল্লেখ করে নির্মাতা বলেন, এ জন্য শুধু অপেক্ষা করতে হবে। ইতোমধ্যেই ৫০ ভাগ শুটিং শেষ হয়েছে। বাকি আছে ফাইট ও গানের শুটিং। ফাইটিং দৃশ্য ও গান দুটোতেইও নতুনত্ব থাকবে। দর্শক দেখলেই চমকে যাবেন। সেভাবে প্ল্যান করছি। এজন্য সময়ের প্রয়োজন। তাই একেবারেই তাড়াহুড়ো করছি না।

তিনি বলেন, প্রচুর ভিএফএক্সের কাজ করতে হচ্ছে। যেগুলো শুটিং করেছি সেগুলো এখন সম্পাদনা করছি।

আরো অভিনয় করছেন পূজা, তাসকিন, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমান, মুরাদ পারভেজ প্রমুখ। এ ছবির ডিওপি হিসেবে আছেন সাইফুল শাহিন। এ ছবির মাধ্যমে বাংলা সিনেমায় প্রথম প্লেব্যাক করছেন সারেগামা’র নোবেল।


Leave a reply