Select Page

ঈদুল ফিতরে কবে কোথায় ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’

ঈদুল ফিতরে কবে কোথায় ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’

ঈদুল ফিরত ২০২২ উপলক্ষে দুটি চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। চলচ্চিত্র দুটি হলো ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’। এগুলো দর্শকরা দেখতে পাবেন দীপ্ত টিভিতে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিভি কর্তৃপক্ষ।

ঈদের দিন বেলা ২টায় প্রচার হবে সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপুসহ অনেকে।

সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০২১ সালের ৩ ডিসেম্বর।

মীর সাব্বির পরিচালিত ও অভিনীত ‘রাত জাগা ফুল’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বেলা ২টায়। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, জান্নাতুল ফেরদৌস ঐশী, অপু, আবু হোরায়রা তানভীরসহ অনেকে।

সরকারি অনুদানের রাত জাগা ফুল সিনেমাটি মুক্তি পায় ২০২১ সালের ৩১ ডিসেম্বর।


মন্তব্য করুন