Select Page

ব্যাচেলর পয়েন্ট : সরানো হলো আপত্তিকর পর্বগুলো

ব্যাচেলর পয়েন্ট : সরানো হলো আপত্তিকর পর্বগুলো

জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ চতুর্থ মৌসুমে কিছু সংলাপের কারণে ফেসবুকে তুমুল সমালোচনার মুখে পড়েছে। যার কারণে ধারাবাহিকটির কয়েকটি পর্ব ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ধ্রুব টিভি। অবশ্য এর আগে সংলাপগুলো টেলিভিশনে চ্যানেলে প্রচারিত পর্বে ছিল কিনা যাচাই হয়নি।

রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ধ্রুব টিভি লিখেছে, ‘সম্মানিত দর্শকদের প্রতি সম্মান রেখে আমরা “ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর”-এর প্রচারিত আপত্তিকর পর্বগুলো আমাদের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দিয়েছি। ভবিষ্যতে আমরা নাটক প্রচারের ক্ষেত্রে আরও সতর্ক হব। যেন আমাদের সমাজ এবং সংস্কৃতির ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে। দর্শকদের ভালোবাসাই আমাদের একান্ত চাওয়া, এই ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ২০১৭ সালে, চলতি বছরের শুরুর দিকে তৃতীয় মৌসুম শেষ হওয়ার পর চতুর্থ মৌসুমের প্রচার শুরু হয়।

মূলত মারজুক রাসেলের সংলাপ নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে সাম্প্রতিক সপ্তাহে। এ ছাড়াও জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজনসহ আরও অনেকে অভিনয় করেছেন ধারাবাহিকটিতে।

কাজল আরেফিনের পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যানেল নাইনে প্রচার শুরু হয়েছিল। বর্তমানে বাংলাভিশনে প্রচারিত হয়, টিভিতে প্রচারিত হওয়ার পর ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।


মন্তব্য করুন