Select Page

ঈদের নায়িকারা

ঈদের নায়িকারা

63035_e3এবারের ঈদে মুক্তি পাচ্ছে না হাই প্রোফাইল কোন নায়িকার ছবি। লড়াই হবে বর্তমান প্রজন্মের তিন নায়িকা অপু বিশ্বাস, বর্ষা ও  মাহির মধ্যে।

ব্যস্ততা কম থাকলেও অপু প্রতিযোগিতায় রয়েছেন ‘মাই নেম ইজ খান’ ছবির মাধ্যমে। বিপরীতে আছেন শাকিব খান। ছবিটির পরিচালক  বদিউল আলম খোকন

অপু তুলনায় বর্ষা ও মাহি বেশি আলোচিত। বর্ষা আসছেন ‘নিঃস্বার্থ ভালোবাসা’ আর মাহি আসছেন ‘ভালবাসা আজকাল’ নিয়ে। দু’জনের সঙ্গে নায়ক হিসেবে আছেন অনন্ত ও শাকিব খান।

‘নিঃস্বার্থ ভালোবাসা’ অনন্ত-বর্ষার জুটির ৪ নম্বর ছবি। জুটি হিসেবে তারা বেশ আলোচিত। এছাড়া এ ছবিটি নানা কারণে দর্শকদের আগ্রহ জাগিয়ে রেখেছে।

অন্যদিকে ‘ভালবাসা আজকাল’ শাকিব-মাহি জুটির প্রথম ছবি। নিঃসন্দেহে এটি দর্শকদের জন্য বড় একটি চমক। অপু-সাহারার বলয় থেকে মুক্ত হয়ে শাকিব জুটি গড়েন নতুন এই সম্ভাবনার সঙ্গে। যদি মানিয়ে যায় তাহলে ভাল একটা জুটি পাবেন দর্শক- এমনটি আশা করাই যায়।

বর্ষা-মাহি দু’জনেই গ্ল্যামারাস। ভাল অভিনয়ও করেন। দর্শক পরিচিতিও দু’জনের রয়েছে। বর্ষা-মাহি’র ক্যারিয়ার দিন দিন যতটা উজ্জ্বল হচ্ছে, অপু বিশ্বাস অভিজ্ঞ হলেও সে তুলনায় নিস্প্রভ।

দেখা যাক, তিন নায়িকার মধ্যে কে এগিয়ে থাকবেন।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন