Select Page

ঈদে মুক্তি পাচ্ছে ‘গলুই’, হল বুকিং শুরু

ঈদে মুক্তি পাচ্ছে ‘গলুই’, হল বুকিং শুরু

শাকিব খান ছাড়া ঈদের সিনেমা হল জমেই না। সামনের ঈদুল ফিতরে পূজা চেরিকে নিয়ে ফিরছেন তিনি। সৌজন্যে এস এ অলিক পরিচালিত সরকারি অনুদানে এই নায়কের প্রথম ছবি ‘গলুই’।

ছবিটির সহকারী প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, এর মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘গলুই, মুক্তি পাবে রোজার ঈদে।

কালের কণ্ঠ জানায়, ঈদের এখনো প্রায় দুই মাস বাকি, অথচ এরই মধ্যে শুরু হয়েছে ‘গলুই’-এর বুকিং, ১০টি হল চূড়ান্ত হয়েছে।

প্রযোজক খসরু বলেন, ‘ঢাকার বড় বড় হল যেমন সনি, মধুমিতা, বলাকা, শ্যামলীসহ সারা দেশের আরো ছয়টি হল চূড়ান্ত হয়েছে। ঈদে হল অনেক বাড়ে, অনেক বন্ধ হলও তখন চালু হয়। তা ছাড়া দীর্ঘদিন পরে শাকিব খানের ছবি আসছে। প্রদর্শকদের আলাদা একটা আগ্রহ তৈরি হয়েছে। মুক্তির দুই মাস আগেই ছবিটি নিয়ে এমন সাড়া পেয়ে প্রযোজক হিসেবে আমি স্বস্তি পাচ্ছি। ভালো কিছু হবে মনে হচ্ছে।’

ছবির পরিচালক অলিক বলেন, ‘শাকিব দেশের সবচেয়ে বড় তারকা। তাঁর ছবি মুক্তি মানেই আলাদা উন্মাদনা। তার ওপর আবার ঈদে ছবিটি আসছে বলে হল মালিকরা আরো খুশি। আমরা শাকিব এবং পূজাকে চূড়ান্ত করার পর থেকেই দেখছি দর্শক মুখিয়ে আছেন ছবিটি দেখার জন্য। বড় আয়োজন ও বাজেটের ছবি এটি। শুরুতে একটু ভয়ে ভয়ে ছিলাম। একে তো করোনা তার ওপর আবার হল কমে গেছে। তবে খসরু ভাইয়ের কাছে খবরটা শুনে এখন ভালো লাগছে। হল মালিকরা ছবিটির ব্যাপারে খুবই আগ্রহ দেখাচ্ছেন। মনে হচ্ছে ঈদে সর্বাধিক হলে আমাদের ছবিটি মুক্তি পাবে।’

গত বছর ঢাকার বাইরের লোকেশনে টানা ৪০ দিনের মতো শিডিউলে শেষ হয় ‘গলুই’। এরপর শাকিব আমেরিকা চলে গেলে সেখানে গিয়ে ডাবিং সম্পন্ন করেন অলিক।


মন্তব্য করুন