Select Page

ঈদে আঁচল-ববিকে নিয়ে বাপ্পী

ঈদে আঁচল-ববিকে নিয়ে বাপ্পী

anchol-bappy-bobby

ঈদে সাধারণত শাকিব খান ছাড়া কোনো নায়কের একাধিক সিনেমা মুক্তি পায় না। সে ধারায় আবারো যুক্ত হলেন বাপ্পী। ২০১৪ সালের ঈদুল ফিতরে জোড়া সিনেমা উপহার দেওয়ার পর এবারের ঈদুল আজহাও তেমনটা হচ্ছে।

বাপ্পী অভিনীত সিনেমা দুটির নাম ‘সুলতানা বিবিয়ানা’ ও ‘এক রাস্তা’। প্রথমটিতে তার বিপরীতে আছেন আঁচল, দ্বিতীয়টিতে ববি

এছাড়া পরী মনির বিপরীতে অভিনীত ‌‘আপন মানুষ’-এর মুক্তির কথাও শোনা যাচ্ছে।

ঈদুল ফিতরে মুক্তির কথা ছিল ‘সুলতানা বিবিয়ানা’। কিন্তু কিছু শুটিং বাকি থাকায় ও একাধিক যৌথ প্রযোজনার সিনেমার কারণে পিছিয়ে যায়। এবার ঈদুল আজহার দিকে নজর দিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। এর মাধ্যমে অনেকদিন আলোচনায় না থাকা আঁচলের ক্যারিয়ারে নতুন আলো পড়তে পারে। এছাড়া পরপর দুই ঈদে হাজির থাকার নজিরও তৈরি করতে যাচ্ছেন এ নায়িকা।

অন্যদিকে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘এক রাস্তা’ আগস্টে মুক্তি কথা ছিল। এতে ববি ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। ক্রাইম থ্রিলারধর্মী সিনেমাটি অনেকদিন ধরে আলোচনায় আছে। ২০১৫ সালের ঈদুল আজহায় ‘রাজাবাবু’র ববির আর কোনো সিনেমা মুক্তি পায়নি। অন্যদিকে মিলনের ক্যারিয়ারে বেশ গুরুত্বপূর্ণ সিনেমা ‘এক রাস্তা’।

আঁচল ও ববির নায়ক হিসেবে ইতোমধ্যে ভালোই পরীক্ষা দিয়েছেন বাপ্পী। এবার দেখার পালা ঈদের সুবিধা কেমন করে তুলে নেন। সব মিলিয়ে জমজমাট ঈদ পাচ্ছেন বাপ্পী।


মন্তব্য করুন