Select Page

ঈদে আরটিভিতে ১৪ সিনেমা

ঈদে আরটিভিতে ১৪ সিনেমা

1_74117

আরটিভির সপ্তাহব্যাপী ঈদ আয়োজনে থাকছে ১৪টি সিনেমা। চ্যানেলটি প্রতিদিন ২টি করে চলচ্চিত্র প্রচার করবে। সকাল ১০টা ও দুপুর সোয়া ২টায় প্রচার হবে ছবিগুলো।

প্রথমে জেনে নিন সকালের সিনেমাগুলোর হদিস। ঈদের দিন প্রচার হবে ‌’মা আমার স্বর্গ’। ২য় দিন প্রচার হবে ‘সে আমার মন কেড়েছে’। ৩য় দিন প্রচার হবে ‘বাবা’। ৪র্থ দিন প্রচার হবে ‘রঙিন রসের বাইদানি’। ৫ম দিন প্রচার হবে ‘কঠিন বাস্তব’। ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘ভালোবাসি দিবি কি না বল’। ৭ম দিন প্রচার হবে ‘রোমিও ২০১৩’।

এবার জেনে নিন সোয়া ২টার শোয়ের খবর। ঈদের দিন প্রচার হবে ‘মনের মাঝি তুমি’। ২য় দিন প্রচার হবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’। ৩য় দিন প্রচার হবে ‘নাম্বার ওয়ান শাকিব খান’। ৪র্থ দিন প্রচার হবে ‘আমি জেল থেকে বলছি’। ৫ম দিন প্রচার হবে ‘মোল্লা বাড়ির বউ’। ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘গরীবের ভাই’। ৭ম দিন প্রচার হবে ‘কুসুম কুসুম প্রেম’।


মন্তব্য করুন